1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লেবানন : প্রতিক্রিয়া আরব দুনিয়া জুড়ে

২৪ জুলাই ২০০৬

দক্ষিণ লেবাননে ইজরায়েলের ক্রমাগত হামলা ঠেকাতে আন্তর্জাতিক সেনাবাহিনীর সহায়তা নেবার প্রস্তাব আনছে ইসলামি সম্মেলন সংস্থা৷ হিজবুল্লা বনাম ইজরায়েলের চলতি যুদ্ধ পরিস্থিতিতে আরবদুনিয়া জুড়ে তীব্র হয়ে উঠছে ইজরায়েল বিরোধীতা৷

https://p.dw.com/p/DPqb
ছবি: AP

সাতান্ন সদস্যবিশিষ্ট ইসলামি সম্মেলন সংস্থা বা ও আই সি মনে করে হিজবুল্লা বনাম ইজরায়েল যুদ্ধ পরিস্থিতি অবিলম্বে থামানো প্রয়োজন এবং সেইসঙ্গে প্রয়োজন দক্ষিণ লেবাননের সীমান্তে ইজরায়েলের বারংবার হামলা ঠেকাতে আন্তর্জাতিক সেনা মোতায়েন করারও৷ বিশ্বের বৃহত্তম মুসলিম রাজনৈতিক সংগঠন ইসলামি সম্মেলন সংস্থার তরফে গতকাল তাদের সদরদপ্তর রিয়াধে একটি বিবৃতির মাধ্যমে একথা জানিয়ে দেওয়া হয়েছে৷ ও আই সি মনে করে লেবাননের সীমান্তের প্রহরার জন্য জতিসংঘের শান্তিরক্ষীবাহিনী মোতায়েন করা জরুরী৷ এখানে উল্লেখ করা দরকার, দক্ষিণ লেবাননে জাতিসংঘ নিয়ন্ত্রিত শান্তিরক্ষীবাহিনীর প্রসঙ্গে ইউরোপিয় ইউনিয়নের বিদেশনীতি বিষয়ক প্রধান হাভিয়ার সোলানা ইতিবাচক মতপ্রকাশ করেছেন গতকাল, বলেছেন, জাতিসংঘের ১৫৫৯ নং সনদ অনুযায়ী হিজবুল্লাকে নিরস্ত্র করতে দক্ষিণ লেবাননে যদি জাতিসংঘের শান্তিরক্ষীবাহিনী মোতায়েন করা হয় তাহলে কয়েকটি ইউরোপীয় দেশ সেই উদ্যোগকে সমর্থন করতে নিজেদের সেনা দিয়ে সহায়তা করবে৷

অন্যদিকে ও আই সির শীর্ষনেতা একমেলেদ্দিন ইশানোগলু ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, জাতিসংঘের সনদ থাকা স্বত্ত্বেও ওই যুদ্ধে অধিকৃত বহু ভূখন্ড ইজরায়েল এখনও ফেরত দেয়নি৷

জর্ডনের রাজা দ্বিতীয় আবদুল্লা গতকাল কুয়েতে গিয়ে সেদেশের আমীরের সঙ্গে লেবানন প্রসঙ্গ নিয়ে আলোচনা করেন৷ জর্ডন কিংবা কুয়েতের মতো আরববিশ্বের মধ্যমপন্থী দেশগুলি আলোচনার মাধ্যমে এই যুদ্ধ পরিস্থিতির সমাধান খুঁজতে চেষ্টা করছে৷ দুই নেতার মধ্যে বৈঠকের কথা গতকাল জানায় জর্ডনের সরকারী সংবাদসংস্থা পেট্রা৷ বৈঠকে লেবাননের সাধারণ নাগরিকদের চরম দুর্দশার প্রসঙ্গ নিয়েও আলোচনা হয়েছে৷ তবে জর্ডন এবং কুয়েত উভয়েই এই যুদ্ধ পরিস্থিতির জন্য ইরাণ সমর্থিত হিজবুল্লাকেই দায়ী করেছে৷

সুদানের রাজধানী খার্তুমে আবার হিজবুল্লার সমর্থনে গতকাল পথে নামে কয়েক হাজার বিক্ষোভকারী৷ শহরের শহীদ স্কোয়ার চত্বরে আয়োজিত এক বিশাল প্রতিবাদ সভায় জিহাদের দাবীতে শ্লোগান দেয় আআন্দোলনকারীরা হিজবুল্লার সমর্থনে৷ শ্লোগান শোনা যায় হিজবুল্লা নেতা শেখ হাসান নসরাল্লার নামেও৷ কিছু কিছু আরবনেতা এইপরিস্থিতি প্রসঙ্গে নীরব থেকে যাওয়ায় তাঁদের আক্রমণ করে লেখা হয় অসংখ্য ব্যানার, সেইসঙ্গে সমালোচিত হয় জাতিসংঘের ভূমিকাও৷

মধ্যপ্রাচ্যে, লেবানন ইজরায়েল চলতি যুদ্ধের বিষয়ে নিজেদের মতপ্রকাশ করেছে আসিয়েন সংস্থার চলতি বৈঠকমঞ্চ থেকে মালয়েশিয়া৷ মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইদ হামিদ আলবার গতকাল কুয়ালালামপুরে জানান, এই পরিস্থিতি পর্যালোচনা করতে মুসলিম দেশগুলির শীর্ষনেতাদের একটি বৈঠকের কথা ভাবা হচ্ছে৷ ও আই সি সংগঠনের উদ্যোগে বৈঠকটি আহ্বান করা হলেও শুধুমাত্র কার্যনির্বাহী সদস্যদেরই এই বৈঠকে আহ্বান করার কথা ভাবা হচ্ছে বলে জানান মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইদ হামিদ৷ হামিদ বলেন, ১৩ দিন একনাগাড়ে যুদ্ধের পর পরিস্থিতি ক্রমশই জটিল আকার ধারণ করছে৷ এ অবস্থায় মুসলিম দেশগুলির কর্মপন্থা অবিলম্বে স্থির করা প্রয়োজন৷ হামিদ আরও বলেছেন, বেশী সময় নষ্ট করা যাবে না৷ অনতিবিলম্বেই তাঁরা আলোচনায় বসবেন৷

সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়