1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিইসরায়েল

লেবাননে ঢুকে অভিযান চালাতে পারে ইসরায়েল

২৬ সেপ্টেম্বর ২০২৪

ইসরায়েল সেনাবাহিনীর প্রধান এমন ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে ফ্রান্স এবং অ্যামেরিকা সংঘর্ষ-বিরতির প্রস্তাব দিয়েছে।

https://p.dw.com/p/4l5Hf
লেবাননে ইসরায়েলের রকেট হামলা
লেবানন লক্ষ্য করে রকেট ছুঁড়ছে ইসরায়েলছবি: Baz Ratner/AP/picture alliance

বুধবার ইসরায়েলের উত্তর সীমান্তে সেনা জওয়ানদের সঙ্গে দেখা করেছেন ইসরায়েল সেনাবাহিনীর প্রধান লেফটন্যান্ট জেনারেল হারজি হালেভি। সেখানে তিনি বলেছেন, ''চলতি সপ্তাহে ইসরায়েল লেবাননজুড়ে একের পর এক মিসাইল আক্রমণ চালিয়েছে। হিজবুল্লাহকে প্রতিরোধ করতে আরো মিসাইল আক্রমণ চালানো হবে। তবে পাশাপাশি এই আক্রমণের মাধ্যমে ইসরায়েল লেবাননে ঢোকার রাস্তাও তৈরি করে রাখছে।'' সেনাপ্রধানের বক্তব্য, যে কোনো সময় ইসরায়েলের সেনাবাহিনী লেবাননে প্রবেশ করতে পারে। হিজবুল্লাহকে মোকাবিলা করাই তাদের এক এবং একমাত্র লক্ষ্য।

হালেভির বক্তব্য, বুধবার ইসরায়েলে একাধিক মিসাইল আক্রমণ চালিয়েছে হেজবোল্লা। এর মধ্যে একটি মিসাইল তেল আভিভ লক্ষ্য করে ছোঁড়া হয়। জবাবে গোটা লেবাননজুড়ে রকেট হামলা চালিয়েছে ইসরায়েলও। তবে হিজবুল্লাহকে খতম করতে এরপর লেবাননে ঢোকা প্রয়োজন। ইসরায়েলের সেনাবাহিনী তার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন সেনাপ্রধান।

সোমবার থেকে লেবাননে লাগাতার আক্রমণ চালাচ্ছে ইসরায়েল। যার জেরে এখনো পর্যন্ত অন্তত ৬০০ জনের মৃত্যু হয়েছে। গৃহহীন অন্তত ১০ হাজার মানুষ। বস্তুত, ইসারায়েলের সঙ্গে হামাসের সংঘর্ষ শুরু হওয়ার পর থেকেই হামাসের সমর্থনে ইসরায়েলে আক্রমণ চালাচ্ছে হিজবুল্লাহ। তারই জেরে লেবাননে পাল্টা আক্রমণ শুরু করেছে ইসরায়েল

ফ্রান্স এবং অ্যামেরিকার হস্তক্ষেপ

বুধবার ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৈঠক করেন। এরপর ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ নোয়েল ব্যারট সাংবাদিকদের জানিয়েছেন, দুই দেশ একটি তিন সপ্তাহের সংঘর্ষ-বিরতির প্রস্তাব তৈরি করেছে। যালেবাননএবং ইসরায়েলের কাছে পাঠানো হয়েছে। দুই দেশকে আলোচনায় বসানোর প্রস্তুতি নিচ্ছে অ্যামেরিকা এবং ফ্রান্স। আলোচনার মাধ্যমেই সমাধানসূত্রে পৌঁছানো সম্ভব বলে মনে করছেন ব্যারট।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের দলকেও একই কথা জানিয়েছেন ব্যারট। জাতিসংঘে ইসরায়েলের প্রতিনিধি জানিয়েছেন, কূটনৈতিক আলোচনার জন্য প্রস্তুত ইসরায়েল। কিন্তু হিজবুল্লাহকে খতম করার জন্য সবরকম ব্যবস্থা নেবে ইসরায়েল।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)