হেজবোল্লাহকে হুমকি
২১ ফেব্রুয়ারি ২০১৩এর মধ্যে জঙ্গী গোষ্ঠীটি সিরিয়ার বিদ্রোহীদের উপর হামলা বন্ধ না করলে হেজবোল্লাহ'র উপরই হামলা চালানোর হুমকি দিয়েছে তারা৷
সিরিয়ায় সরকার বিরোধী আন্দোলন করছে মূলত সুন্নিরা৷ আর যাঁর বিরুদ্ধে আন্দোলন সেই প্রেসিডেন্ট আসাদ আলাউইট সম্প্রদায়ের লোক৷ এই আলাউইট হলো শিয়ারই একটি অংশ৷ ফলে লেবাননের শিয়া জঙ্গি গোষ্ঠী হেজবোল্লাহ আসাদের সমর্থনে গত কয়েকমাস ধরেই কাজ করে আসছে৷ তারা লেবাননে থেকেই সিরিয়ার বিদ্রোহীদের উপর হামলা করছে৷
এই প্রেক্ষিতে বুধবার বিদ্রোহী ‘ফ্রি সিরিয়ান আর্মি'র চিফ অফ স্টাফ জেনারেল সেলিম ইদ্রিস হেজবোল্লাহকে তাদের হামলা বন্ধ করতে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন৷ এরপর হেজবোল্লাহকে লক্ষ্য করে অভিযান চালানো হবে বলেও জানান জেনারেল ইদ্রিস৷
এদিকে, সিরিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু রাশিয়া, আরব লিগের সঙ্গে মিলে সিরিয়ার সরকার ও বিদ্রোহীদের মধ্যে আলোচনার প্রস্তাব দিয়েছে৷
বুধবার মস্কোতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও আরব লিগের একটি প্রতিনিধি দলের মধ্যে বৈঠকের পর এই প্রস্তাব দেয়া হয়৷
রাশিয়া ও আরব লিগ বলছে এই আলোচনার মূল উদ্দেশ্য হবে একটি অন্তর্বর্তী সরকার গঠন যারা দ্বন্দ্ব নিরসনের একটা পথ বের করবে৷
বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার পক্ষ থেকে আলোচনার প্রস্তাব আসার মানে হলো, সিরীয় সরকার চায় বিদ্রোহীদের সঙ্গে কথা বলতে৷ কেননা গত কয়েকদিনে বিদ্রোহীরা ভাল কিছু সফলতা দেখিয়েছে৷
এই আলোচনা প্রস্তাবের প্রতিক্রিয়ায় বিরোধী জোট ‘সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন'এর এক কর্মকর্তা বলছেন, আসাদ ও তাঁর বাহিনী ক্ষমতা থেকে গেলেই কেবল আলোচনা হতে পারে৷
অবশ্য এর আগে ঐ কোয়ালিশনের নেতা মুয়াজ আল-খতিব সরকারের সঙ্গে শর্তসাপেক্ষে আলোচনার আগ্রহ দেখিয়েছিলেন৷ শর্তটা ছিল এরকম – আলোচনার লক্ষ্য হতে হবে আসাদের প্রস্থান প্রক্রিয়া বের করা এবং আলোচনা শুরুর আগে গ্রেপ্তার করা হাজার হাজার আন্দোলনকারীকে মুক্তি দেয়া৷ কিন্তু সিরিয়ার সরকার তখন সেই শর্ত মেনে নেয়নি৷
এদিকে সিরিয়া বিষয়ে জাতিসংঘ ও আরব লিগের বিশেষ দূত লাখদার ব্রাহিমি তার মেয়াদ আরও ছয় মাস বাড়াতে রাজি হয়েছেন৷ শুক্রবার তাঁর প্রথম ছয় মাসের মেয়াদ শেষ হবে৷
জেডএইচ / এসবি (এএফপি, ডিপিএ, এপি)