1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বোমা, নিহত ৬

২৫ ডিসেম্বর ২০১৮

লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আত্মঘাতী বোমা হামলায় ৩ হামলাকারীসহ ছয় জন নিহত ও ১০ জন আহত হয়েছে৷ মঙ্গলবার সকালে রাজধানী ত্রিপোলিতে এই হামলা হয়৷

https://p.dw.com/p/3AchP
ছবি: Reuters/H. Amara

লিবিয়ার বর্তমান ঐক্য সরকার এক বিবৃ্তিতে এই হামলার ঘটনা নিশ্চিত করেছে৷ বিবৃতিতে বলা হয়, হামলাকারীরা গুলি করতে করতে মন্ত্রণালয়ে প্রবেশ করে৷ এর মধ্যে দু'জন বিস্ফোরণ ঘটানোর সময়ই নিহত হয়, বাকি একজন বোমা বিস্ফোরণ করার আগেই নিরাপত্তা কর্মীদের গুলিতে ঘটনাস্থলে নিহত হয়৷

বিবৃতিতে জানানো হয়, নিহতদের  মধ্যে দু'জন মন্ত্রণালয়ের নিরাপত্তা কর্মকর্তা ও আরেকজন শীর্ষ বেসামরিক কর্মকর্তা৷ হামলায় হতাহতের সংখ্যা প্রাথমিকভাবে নিশ্চিত করেছে লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়৷

যদিও এখন পর্যন্ত কোনও সংস্থা হামলার দায় স্বীকার করেনি, তবে সরকারের দেয়া বিবৃতিতে বলা হয়, তথাকথিত জঙ্গি গোষ্ঠী আইএস হামলাটি চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে৷

উল্লেখ্য, ২০১১ সাল থেকে লিবিয়ায় যুদ্ধাবস্থা চলছে৷ গাদ্দাফির সরকার উৎখাতের পর থেকেই দেশটিতে ইসলামি জঙ্গি সংগঠনগুলো মাথাচাড়া দিয়ে উঠেছে৷ বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী এই দেশের দুই প্রশাসন একে অপরের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে৷

জাতিসংঘ স্বীকৃত সরকারের রাজধানী ত্রিপোলি, অন্যদিকে আরেক সরকার তবরুকে তাদের ঘাঁটি করেছে৷ এদিকে প্রতিনিয়ত দেশটিতে চলছে জঙ্গি গোষ্ঠী ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ও তেলক্ষেত্র দখলের চেষ্টা৷ প্রায়শই জঙ্গি হামলায় হতাহতের ঘটনা ঘটছে৷ তবে এবারই প্রথম পররাষ্ট্র মন্ত্রণালয়ে হামলার ঘটনা ঘটল৷

এফএ/এপিবি (রয়টার্স, এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য