1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লাহোরেই খেলতে হবে বাংলাদেশকে, জানালো ফিফা

১৪ জুন ২০১১

২০১৪ সালের বিশ্বকাপ প্রাক বাছাইপর্বে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান৷ এই দুই দলের প্রথম খেলা অনুষ্ঠিত হবে ঢাকায়, আগামী ২৯ জুন৷ আর ফিরতি ম্যাচ লাহোরে, তেসরা জুলাই৷

https://p.dw.com/p/11ZfC
ছবি: dapd

বাংলাদেশ এবং পাকিস্তান দলের ফিরতি ম্যাচটি নিয়ে আপত্তি তোলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা বাফুফে৷ পাকিস্তান সফরের ক্ষেত্রে খরচ এবং নিরাপত্তার কারণ দেখায় বাংলাদেশ৷ তাই ফিরতি ম্যাচটিও ঢাকায় আয়োজনের আগ্রহ দেখিয়েছিল বাফুফে৷ কিন্তু ফিফা তাতে রাজি নয়৷

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছেন, সুইজারল্যান্ডের জুরিখে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে আমরা উভয় খেলাই ঢাকায় আয়োজনের ব্যাপারে অনুরোধ জানিয়েছিলাম৷ কিন্তু তারা সম্মত হয়নি৷

তিনি বলেন, খরচাপাতি একটি বিষয় তো বটেই, আমাদের জাতীয় দলের কোচও নিরাপত্তা পরিস্থিতির বিবেচনায় পাকিস্তান সফরের ব্যাপারে অনীহা প্রকাশ করেছেন৷

বাংলাদেশ জাতীয় দলের ক্রোয়েশিয়ান কোচ রবার্ট রুবচিচ গত ২ জুন বাংলাদেশ ত্যাগ করেন৷ এরপর থেকে বাফুফের সঙ্গে কোন যোগাযোগই রাখেননি তিনি৷ সালাউদ্দিন ধারণা করছেন, সম্ভবত পাকিস্তান সফরের ব্যাপারে অনীহার কারণেই ফিরতে চাইছেননা তিনি৷

এদিকে বাংলাদেশের একটি গণমাধ্যম বিশ্বস্ত সূত্রের বরাতে জানাচ্ছে, ইতিমধ্যে ই-মেলে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন রুবচিচ৷ বাফুফে-ও পাকিস্তানের সঙ্গে খেলার আগেই নতুন কোচের কাছে দলের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার চিন্তা করছে৷

বলাবাহুল্য, লাহোরে ২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের উপর হামলার পর পাকিস্তানে কোন খেলাতে অংশ নেয়নি বাংলাদেশ৷ দক্ষিণ এশিয়ায় ফুটবল ব্যাপক জনপ্রিয় হলেও ফিফা ব়্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান বেশ নিচে৷ ১৬৩ নম্বরে অবস্থান টাইগারদের, তবে প্রতিপক্ষ পাকিস্তানের চেয়ে তাদের অবস্থান পাঁচ ধাপ উপরে৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়