1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোহিঙ্গা নেতা হত্যার দুই আসামি গ্রেপ্তার

১৮ ফেব্রুয়ারি ২০২২

রোহিঙ্গা নেতা আবুল কালাম হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে এপিবিএন৷ শুক্রবার ভোরে কুতুপালং ২-ওয়েস্ট নম্বর ও কুতুপালং ২-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়৷

https://p.dw.com/p/47D4e
ছবি: bdnews24.com

১৪ এপিবিএন-এর অধিনায়ক পুলিশ সুপার মো. নাইমুল হক ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান৷

তিনি জানান, উখিয়া উপজেলার কুতুপালং ২-ওয়েস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-১১ ব্লকের বাসিন্দা মৃত এজাহার মিয়ার ছেলে সামসু আলম ও কুতুপালং ২-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-১ ব্লকের বাসিন্দা মৃত মোহাম্মদ হোসেন ওরফে মো. ছৈয়দের ছেলে আব্দুলকে গ্রেপ্তার করা হয়েছে৷

৬০ বছর বয়সি আবুল কালাম কুতুপালং ২-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বি-ডব্লিউ-৫ ব্লকের বাসিন্দা মৃত হাবিবুর রহমানের ছেলে এবং ক্যাম্পটির বি-ডব্লিউ-৫ ব্লকের সাব-মাঝি বা উপ-সর্দার হিসেবে দায়িত্বরত ছিলেন৷

গত ১৩ ফেব্রুয়ারি সকালে কুতুপালং ২-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বি-ডব্লিউ-৫ ব্লকে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়৷ স্থানীয়রা  আইওএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করেন৷ সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে আবুল কালাম মারা যান৷ ওইদিন রাতেই নিহতের স্ত্রী বাদী হয়ে উখিয়া থানায় মামলা দায়ের করেন৷

Bangladesch Beschuldigte im Mordfall Rohingya-Führer Abul Kalam festgenommen
ছবি: bdnews24.com

পুলিশ সুপার নাইমুল বলেন, ‘‘রোহিঙ্গা নেতা আবুল কালাম হত্যা মামলার এজাহারভুক্ত আসামিদের অবস্থানের খবরে এপিবিএন পৃথক অভিযান চালায়৷ এ সময় আসামিদের সন্দেহজনক বসতঘর ঘিরে ফেললে তারা পালানোর চেষ্টা করে৷ পরে ধাওয়া দিয়ে তাদের গ্রেপ্তার করা হয়৷’’  গ্রেপ্তার করা আসামিদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি৷

গত বছরের ২৯ সেপ্টেম্বর দুর্বৃত্তরা উখিয়া উপজেলার ১-ইস্ট নম্বর লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের ডি-৭ ব্লকে রোহিঙ্গা নেতা মোহাম্মদ মুহিবুল্লাহকে গুলি চালিয়ে হত্যা করে৷ মোহাম্মদ মুহিবুল্লাহ প্রত্যাবাসনের পক্ষে সোচ্চার ছিলেন৷

একই বছরের ২২ অক্টোবর ভোররাতে পালংখালী ইউনিয়নের ১৮ নম্বর ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্পের এইচ-৫২ ব্লকের ‘দারুল উলুম নাদওয়াতুল ওলামা আল-ইসলামিয়া মাদ্রাসায়' একদল লোকের হামলায় মাদ্রাসার ছাত্র-শিক্ষকসহ ছয় রোহিঙ্গা নিহত হন৷

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য