1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোহিঙ্গা নেতা হত্যায় কার লাভ, কার ক্ষতি

হারুন উর রশীদ স্বপন ঢাকা
৩ অক্টোবর ২০২১

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ হওয়ার আগে হত্যাকাণ্ডের মোটিভ সম্পর্কে কিছু বলা যাবে না৷  

https://p.dw.com/p/41CS6
Rohingya-Führer Mohib Ullah in Bangladesch getötet
রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ (ফাইল ছবি)৷ছবি: Mohammad Ponir Hossain/REUTERS

জনপ্রিয় এই নেতার হত্যাকাণ্ডের তিনদিন পর এই বিষয়ে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন৷ শনিবার তিনি বলেন, ‘‘মুহিবুল্লাহ মিয়ানমারে ফেরত যেতে চেয়েছিলেন বলে স্বার্থান্বেষী মহল তাকে হত্যা করেছে৷’’

পুলিশ জানিয়েছে যে, পররাষ্ট্রমন্ত্রীর এ মন্তব্যকে খুব গুরুত্ব দিয়েই দেখছে তারা৷

কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজজ্জামান বলেন, ‘‘এখন ক্যাম্পের অবস্থা শান্ত রয়েছে৷ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে৷ মুহিবুল্লাহর পরিবারের সদস্যদের জন্য আলাদা নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে৷’’

হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে তিনি যোগ করেন, ‘‘পররাষ্ট্রমন্ত্রী যে মোটিভের কথা বলেছেন তা আমরা গুরুত্ব দিয়ে দেখছি৷ এর বাইরে আরো যেসব মোটিভ থাকতে পারে তাও বিবেচনায় নিয়ে তদন্ত হচ্ছে৷’’

প্রসঙ্গত, গত ২৯ সেপ্টেম্বর রাতে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ উখিয়ার কুতুপালংয়ে ক্যাম্পে নিজ কার্যালয়ে গুলিবিদ্ধ হন৷ এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷ ‘আরকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস’ নামে একটি সংগঠনের প্রধান ছিলেন তিনি৷ সংগঠনটি দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের পক্ষে কাজ করছে৷

‘রোহিঙ্গা ও বাংলাদেশ উভয়ের জন্য বড় ক্ষতি হয়ে গেল’

মুহিবুল্লাহর অনুসারী রোহিঙ্গা নেতা মোহাম্মদ জোবায়ের বলেন, ‘‘মাস্টার মুহিবুল্লাহ রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করছিলেন৷ যারা তাকে হত্যা করেছে তারা খুবই খারাপ কাজ করেছে৷’’

কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে গত কয়েকবছরে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন মাষ্টার মুহিবুল্লাহ৷ বাংলাদেশ সরকারসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এমনকি জাতিসংঘেও মুহিবুল্লাহ রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত নিয়ে যাওয়ার বিষয়ে সরব ছিলেন৷ যে কারণে এই হত্যাকাণ্ড বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়ার উপর একটি বড় আঘাত বলে মনে করছেন বিশ্লেষকরা৷

মিয়ানমারে বাংলাদেশের সাবেক সামরিক অ্যাটাশে ও সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল শহীদুল হক ডয়চে ভেলেকে বলেন, ‘‘রোহিঙ্গা নেতা হত্যায় রোহিঙ্গা ও বাংলাদেশ উভয়ের জন্য বড় ক্ষতি হয়ে গেল৷ তিনি দ্রুত এবং অল্প বয়সে রোহিঙ্গাদের মধ্যে অনেক জনপ্রিয় নেতা হয়ে উঠেছিলেন৷ ২০১৯ সালে তার নেতৃত্বে কক্সবাজারে রোহিঙ্গাদের সমাবেশ অনেকেরই দৃষ্টি কেড়েছে৷ অনেকের ঈর্ষার পাত্র হয়েছেন৷’’

সাবেক এ কূটনীতিক আরো বলেন, ‘‘রোহিঙ্গাদের ইয়াবা ব্যবসায় ব্যবহার করা হয়৷ এই ব্যবসার সাথে রাখাইনের প্রভাবশালী গোষ্ঠী, কিছু বুদ্ধিস্ট নেতা এবং আরাকানে যারা ক্ষমতায় তারা যুক্ত৷ রোহিঙ্গাদের উগ্রবাদী গ্রুপগুলোও এর সঙ্গে যুক্ত বলে অভিযোগ৷ আরসার বিরুদ্ধেও এই অভিযোগ আছে৷ মুহিবুল্লাহ কিন্তু তাদের বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তুলতে পেরেছিলো৷স্থানীয় পর্যায়ে যারা ইয়াবার সাথে যুক্ত তাদেরও ক্ষতি হচ্ছিল৷’’

 এদিকে, ঘটনা সম্পর্কে জানতে স্থানীয় বেশ কয়েকজনের সাথে যোগাযোগ করে ডয়চে ভেলে৷ তাদেরই একজন মুহিবুল্লার অনুসারী রোহিঙ্গা নেতা মোহাম্মদ জোবায়ের বলেন, ‘‘এখানে কিছু রোহিঙ্গা আছে যারা নানা ধরনের অবৈধ ব্যবসা করে৷ সন্ত্রাসী কাজ করে টাকা আয় করে৷ অপহরণ করে টাকা আদায় করে৷ তারা দেশে ফিরতে চায়না৷ এখানেই থাকতে চায়৷ তারা মুহিবুল্লাহর কাজকে অপছন্দ করত৷ তারা মনে করে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে৷’’

মুহিবুল্লাহকে এর আগেও হত্যার হুমকি দেওয়া হয়েছিল জানিয়ে জোবায়ের বলেন, ‘‘তার এক বন্ধুকে পাঠানো একটি ভয়েস মেসেজে শুনেছি, তাকে আগেও একাধিকবার হত্যার হুমকি দেয়া হয়েছে৷’’

তবে মুহিবুল্লাহকে এর আগেও হত্যার হুমকির বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজজ্জামান বলেন, ‘‘রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে প্রায়ই নানা ঘটনা থাকে৷ তার ভিত্তিতে পুলিশ ব্যবস্থা নেয়৷ কিন্তু তাকে হত্যার হুমকির ব্যাপারে আমার কাছে, জেলা পুলিশের কাছে কোনো তথ্য ছিলো না৷ আমাদের লোকজন প্রায়ই তার সাথে দেখা করত৷ তার কোনো সমস্যা আছে কি না তার কাছে জিজ্ঞেস করত৷ এমন কোনো সমস্যার কথা তিনি আমাদের বলেননি৷’’

এদিকে, ক্যাম্প এলাকায় নানা গোষ্ঠীর অপতৎপরতার অভিযোগ করেছেন উখিয়ার পালংখালি ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী৷ তার দাবি, ‘‘ক্যাম্প এলাকায় রোহিঙ্গাদের চারটি সন্ত্রাসী সংগঠন তৎপর আছে৷ তাদের মধ্যে ‘আলেখিন’ নামে একটি গ্রুপ এই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে৷ এই গ্রুপের সদস্যরা নানা অবৈধ ব্যবসা করে৷ তাদের  ক্যাম্পে দোকানপাট আছে৷ রোহিঙ্গারা চলে গেলে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে৷ তারা ক্যাম্পের ত্রাণসামগ্রী বাইরে বিক্রিও করে৷ তাদের মিয়ানমারের সৈনিকরা শেল্টার দেয়৷ তাদের দিয়ে ইয়াবা কক্সবাজারে পাঠায়৷ তাদের কিছু রোহিঙ্গা আছে ছয় মাস কক্সবাজার ক্যাম্পে এবং ছয় মাস মিয়ানমারে থাকে৷’’

‘মুহিবুল্লাহ রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে কাজ করছিলেন’

তিনি বলেন, ‘‘এখানে আরসা এবং আরএসও নামেও দুইটি উগ্রপন্থি গ্রুপ আছে৷ তারা কেউই মিয়ানমারে ফিরতে চায়না৷ কারণ তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে৷ ফলে মুহিবুল্লাহ হত্যায় তারা সবাই লাভবান৷ তবে তাদের সঙ্গে এই ব্যবসার জন্য স্থানীয় কিছু লোকও জড়িত৷’’

তবে, এক বিবৃতিতে মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে আরসা৷ গোষ্ঠীটি লিখেছে, ‘‘তাকে (মুহিবুল্লাহ) হত্যার ঘটনা রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য অনেক বড় ক্ষতির৷ এজন্য কাউকে অযথা দায়ী না করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার সময় এখন৷’’

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য