1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোহিঙ্গা ক্যাম্প থেকে ‘আরসা কমান্ডার' গ্রেপ্তার

১০ মে ২০২৩

কক্সবাজারের উখিয়ার একটি রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ মিয়ানমারের সশস্ত্র সংগঠন ‘আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি' আরসার অন্যতম শীর্ষ কমান্ডার মোহাম্মদ জুবায়েরকে গ্রেপ্তার করা হয়েছে৷

https://p.dw.com/p/4R946
হত্যা, অপহরণ ও আধিপত্য বিস্তারসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
হত্যা, অপহরণ ও আধিপত্য বিস্তারসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।ছবি: Getty Images/P. Bronstein

বুধবার ভোরে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে দ্য ডেইলি স্টারকে জানান আট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মোহাম্মদ আমির জাফর৷ তিনি জানান, আটক জুবায়ের আরসার শীর্ষ কমান্ডার৷ ‘‘হত্যা, অপহরণ ও আধিপত্য বিস্তারসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা আছে,'' বলেও জানান ঐ পুলিশ কর্মকর্তা৷

তিনি আরও বলেন, ‘‘পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে৷ আত্মরক্ষার্থে এপিবিএন সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন৷''

পুলিশ এ সময় একজনকে আটক করে৷ জব্দ করে চারটি দেশীয় বন্দুক ও ৩২ রাউন্ড গুলি৷

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী দ্য ডেইলি স্টারকে বলেন, গ্রেপ্তারকৃত জুবায়েরের বিরুদ্ধে মামলা করা হয়েছে৷ তাকে আদালতে সোপর্দ করা হবে৷

জেকে/জেডএইচ (দ্য ডেইলি স্টার)