1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোজিনাকে অবিলম্বে মুক্তি দেয়ার দাবি

২১ মে ২০২১

প্রথম আলোর অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামের জামিন চেয়ে ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত বলেছেন, রোজিনার প্রতি অন্যায় করা হচ্ছে৷ 

https://p.dw.com/p/3tnVV
ছবি: DW

ডয়চে ভেলের সাপ্তাহিক টকশো ‘খালেদ মুহিউদ্দিন জানতে চায়’-এ এ কথা বলেন তিনি৷ চলতি সপ্তাহের টকশোতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মামলায় রোজিনাকে গ্রেপ্তার গণমাধ্যমের স্বাধীনতায় আঘাত কিনা এমন বিষয় নিয়ে আলোচনা হয়৷ 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল৷ 

শ্যামল দত্ত বলেন, ‘‘যেদিন রোজিনাকে প্রেপ্তার করা হলো, ইচ্ছা করলে সেখানেই মুচলেকা দিয়ে..পরবর্তী সময়ে থানা থেকেও জামিন দেওয়া যেতো৷ যদি সরকার বিষয়টা চায়৷ বাস্তবে সেটি চায় কিনা৷ তারপরে তাকে যখন কোর্টে তোলা হলো..আমরা নরমালি সাংবাদিকরা এ ধরনের পরিস্থিতিতে জামিন পেয়ে যাই৷ কিন্তু রোজিনা পেলো না৷’’ 

রোজিনার মামলাটি খুব সহসাই সমাধান হচ্ছে বলেও আশা করেন না তিনি৷

তিনি বলেন,  ‘‘আমি মনে করি রোজিনাকে অবিলম্বে মুক্তি দেওয়া উচিত৷ যেটি করা হচ্ছে সেটি অন্যায়৷’’

এদিকে অনুষ্ঠানে উপস্থিত ড. আসিফ নজরুল বলেন, সাংবাদিক রোজিনাকে গ্রেপ্তারের মাধ্যমে একটা ইঙ্গিত দিতে চায় সরকারের ভিতরের একটি চক্র৷ দুর্নীতি, অনিয়মের সাথে জড়িত চক্রটি রোজিনাকে প্রতিপক্ষ মনে করে৷ রোজিনাকে একটা ‘শিক্ষা’ দেওয়ার মাধ্যমে ভিন্নমতের চর্চা যারা করতে চায় তাদেরকে একটি ভয়াবহ বার্তা দিতে চায় তারা৷  

আরআর/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য