1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রুশ সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে বন্দুক হামলা, নিহত ১১

১৬ অক্টোবর ২০২২

রাশিয়ায় একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে বন্দুক হামলায় কমপক্ষে ১১ জন প্রাণ হারিয়েছেন৷ দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলাকারীদের সন্ত্রাসী হিসেবে উল্লেখ করেছে৷

https://p.dw.com/p/4IFdA
রুশ সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে
রুশ সামরিক প্রশিক্ষণ কেন্দ্রছবি: Kirill Braga/SNA/IMAGO

রুশ বার্তা সংস্থা আরআইএ মন্ত্রণালয়কে উদ্ধৃত করে জানিয়েছে শনিবার রাশিয়ারদক্ষিণ পশ্চিম বেলগোরোদ এলাকায় ইউক্রেন সীমান্তে দুই স্বেচ্ছাসেবী সৈনিকের হামলায় ১১ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন৷ স্বেচ্ছায় যুদ্ধে যোগদানকারী একটি দলের উপর তারা হামলা চালায়৷ হামলাকারীদেরও পরে গুলি করে হত্যা করা হয় বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ৷ রাশিয়ার কয়েকটি স্বাধীন সংবাদমাধ্যম জানিয়েছে, হতাহতের সংখ্যা সরকারি পরিসংখ্যানের চেয়ে বেশি৷

স্থানীয় সময় রোববার সকালে বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্যামে এক ভিডিওতে বেলগোরোদ এলাকার গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেন, ‘‘আমাদের ভূখন্ডে সামরিক ইউনিটে ভয়ানক ঘটনা ঘটেছে৷ অনেক সেনা আহত হয়েছেন, অনেকে নিহত হয়েছেন৷''

যা ঘটেছে

ইউক্রেন সীমান্তের কাছে বেলগোরোদে সংঘটিত এই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা' হিসেবে অভিহিত করেছে রাশিয়ারপ্রতিরক্ষা মন্ত্রণালয়৷ রুশ সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী দুই হামলাকারী সাবেক সোভিয়েত একটি দেশের নাগরিক৷ স্বেচ্ছায় সৈনিক হিসেবে যোগ দিয়ে তারা প্রশিক্ষণে অংশ নেন৷

আরআইএ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি উদ্ধৃত করে জানিয়েছে, ‘‘স্বেচ্ছায় বিশেষ সামরিক অভিযানে অংশ নিতে আগ্রহীদের আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণের সময় ছোট অস্ত্র দিয়ে তাদের উপর গুলি চালায় দুই হামলাকারী৷''

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির উপদেষ্টা ওলেক্সি আরেস্টোভিচ ইউটিউবে প্রচারিত এক সাক্ষাৎকারে দাবি করেন, হামলাকারীরা মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানের এবং ধর্ম সংক্রান্ত বাকবিতণ্ডার পর বাকিদের উপর তারা গুলি চালায়৷

মুসলিম সংখ্যাগরিষ্ঠ তাজিকিস্তানে প্রায় অর্ধেক রুশই খ্রিস্টধর্মের বিভিন্ন ধারার অনুসারী৷ রাশিয়ার কর্তৃপক্ষের দাবি, হামলাকারীরা কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটসের (সিআইএস) একটি দেশের নাগরিক৷ তাজিকিস্তান সহ সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের নয়টি  দেশ রয়েছে এই জোটে৷ বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে ওলেক্সিকে উদ্ধৃত করলেও তার দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বলে জানিয়েছে৷

আরকেসি/এফএস (রয়টার্স, এএফপি)