1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রা-ওয়ানে নিজেই ব্রাত্য শাহরুখ খান

২২ সেপ্টেম্বর ২০১১

রা-ওয়ানের যে ওয়েবসাইট, তাতে ভিড়ে ভিড়াক্বার৷ ফলে শাহরুখ খান নিজেই সেখানে ঢুকতে পারছেন না মাঝে মধ্যে৷

https://p.dw.com/p/12eQu
জি ওয়ান’এর ভূমিকায় শাহরুখ খানছবি: webdunia

শাহরুখ খান এখন নিজের পরের ছবি রা-ওয়ান ছাড়া আর কিছু নিয়েই ভাবতে রাজি নন৷ রামায়ণের ভিলেন চরিত্র রাবণকে নিয়ে শাহরুখের এই নবতম উদ্যোগ ইতিমধ্যেই দেশে বিদেশে প্রচুর কৌতূহল তৈরি করে ফেলেছে৷ সে কৌতূহল এতটাই যে খোদ শাহরুখ সেখানে ব্রাত্য হয়ে পড়েছেন!

ব্যাপরখানা কী? ব্যাপার হল, রা-ওয়ানের ওয়েবসাইট তো তৈরি হয়ে গেছে সেই কয়েক মাস আগেই, কিন্তু ছবিটাকে ঘিরে মানুষের আগ্রহ এমন বেড়ে চলেছে যে সেই ওয়েবসাইটে প্রতিদিনই দেখা যাচ্ছে লাখে লাখে ক্লিক৷ ছবি মুক্তি পাবে নভেম্বরে৷ তার আগে থেকেই দর্শকরা জানতে চান, কেমন হবে, কী হবে এই মহাছবি৷ সে কারণেই নেট দুনিয়ায় রা-ওয়ানের হৈচৈ চলতি৷ সেই হৈচৈ এমনই যে মাঝে মধ্যে সুপারস্টার শাহরুখ নিজেও ওয়েবসাইটে ঢুকতে পারছেন না৷ এত ট্রাফিকের চাপে সার্ভার ধীরু হয়ে পড়ায় নায়ক নিজেই নিজের রা-ওয়ানে ব্রাত্য৷

Shah Rukh Khan Ra. One
রা-ওয়ানের ওয়েবসাইটে ঢুকতে পারছেন না শাহরুখছবি: picture alliance / Photoshot

তবে এতে কিন্তু শাহরুখের খুশিই হওয়ার কথা৷ কারণ, দর্শকদের এত আগ্রহ যখন এখনই দেখা যাচ্ছে, তাহলে ছবি মুক্তি পেলে কীরকম ভিড় হবে সেটা দেখতে তার একটা আন্দাজ তো এখান থেকে মিলছে নায়কের কাছে৷

মোদ্দা কথা হল, সবকিছুই তো আসলে সেই বক্স অফিসের দিকে তাকিয়ে করা৷ সেখানে শান্তি হলেই সব কুশল মঙ্গল৷ তাই, নাইবা হল ওয়েবে ঢোকা! মানুষ খুশি থাকলেই নায়ক খুশ৷ তাই শাহরুখ ব্যাপারটাকে হাসিমুখেই মেনে নিচ্ছেন নিশ্চয়ই৷ তারিয়ে তারিয়ে উপভোগ করছেন আগাম সাফল্যটা৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য