রাশিয়ার বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা ঘোষণা
২৪ ফেব্রুয়ারি ২০২২রাশিয়ার একাধিক কর্মকর্তা, রাজনীতিবিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে ইউরোপীয় ইউনিয়ন। বুধবারই এই প্রস্তাব গৃহীত হয়েছে। বুধবার ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছিল, রাশিয়া আগ্রাসন দেখালেই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। বৃহস্পতিবার সকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন সামরিক অভিযানের কথা ঘোষণা করেন।
ইইউ জানিয়েছে, রাশিয়ার একাধিক প্রশাসনিক কর্মকর্তা, বাণিজ্যিক সংস্থা এবং রাজনীতিবিদের বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞা ঘোষণা করা হচ্ছে। ইউরোপে তাদের সমস্ত সম্পত্তি ফ্রিজ করে দেওয়া হচ্ছে। বাণিজ্যিক সংস্থাগুলি ইউরোপে বাণিজ্য করতে পারবে না। প্রশাসনিক কর্মকর্তা এবং রাজনীতিবিদরা ইউরোপে ঢুকতে পারবেন না।
যে রাজনীতিবিদদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে, তারা সকলেই পার্লামেন্টে হামলার পক্ষে ভোট দিয়েছিলেন। ইইউ জানিয়েছে, প্রয়োজনে আরো কড়া নিষেধাজ্ঞা ঘোষণা করা হবে। বস্তুত, আগেই ইইউ জানিয়েছিল, গ্যাসলাইন নর্ড স্ট্রিম ২-এর উপরেও নিষেধাজ্ঞা ঘোষণা করা হবে। জার্মানি জানিয়েছিল, রাশিয়া আগ্রাসন দেখালে ওই গ্যাসলাইনের উপর নিষেধাজ্ঞা ঘোষণা করা হবে।
পূর্ব ইউক্রেনের যে দুই অঞ্চলে এখন কার্যত যুদ্ধ চলছে, সেই অঞ্চলের সঙ্গে সমস্ত বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার কথাও জানিয়েছে ইইউ। বৃহস্পতিবার ফের জরুরি বৈঠকে বসার কথা ইইউ-র। সেখানে আরো কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এসজি/জিএইচ (রয়টার্স, ডিপিএ, এএফপি)