1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিইউক্রেন

রাশিয়ার আক্রমণ রুখে দেয়ার দাবি ইউক্রেনের

৩০ আগস্ট ২০২৪

ইউক্রেন জানিয়েছে, রাশিয়া থেকে আসা ৭৪টি ড্রোনের মধ্যে ৬০টি ধ্বংস করা হয়েছে। চারটি মিসাইলও ধ্বংস হয়েছে।

https://p.dw.com/p/4k4lK
ইউক্রেনে এয়ার ডিফেন্স সিস্টেমের কামানের কাছে দাঁড়িয়ে একজন সেনা।
ইউক্রেনের এয়ার ডিফেন্স সিস্টেম রাশিয়ার আক্রমণ রুখে দিতে পেরেছে। ছবি: ROMAN PILIPEY/AFP/Getty Images

ইউক্রেনের সেনা জানিয়েছে, রাশিয়ার ক্ষেপণাস্ত্র আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য অ্যামেরিকার তৈরি এফ ১৬ জেট নিয়ে লড়ছিলেন এক পাইলট। জেট ক্র্যাশ করে। পাইলট মারা গেছেন।

তবে ইউক্রেনের সেনার দাবি, রাশিয়ার চারটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। একটি এফ ১৬ যুদ্ধবিমান যখন পরবর্তী টার্গেটে আঘাত করতে যায়, তখন তার সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়। পরে দেখা যায়, বিমানটি ধ্বংস হয়েছে, পাইলট মারা গেছেন।

ইউক্রেনের দাবি, রাশিয়া গত কয়েক মাসের মধ্যে সবচেয়ে বড় বিমান হামলা করে গত সোমবার। তখনই এই ঘটনা ঘটে।

ইউক্রেনের সেনা বৃহস্পতিবার পর্যন্ত ওই পাইলটের নাম জানায়নি। তবে তাদের ওয়েস্টার্ন কম্যান্ড জানিয়েছে, ওই পাইলট তিনটি ক্ষেপণাস্ত্র ও একটি ড্রোন ধ্বংস করেন। শেষপর্যন্ত তিনি নিজের জীবন দিয়েছেন।

অগাস্টের প্রথমে ইউক্রেনে প্রথমবার এফ ১৬ জেট আসার কথা জানানো হয়। ইউক্রেন আর্মড ফোর্স ডে-তে সেগুলি কিয়েভের আকাশে উড়তে দেখা যায়।

রাশিয়ার আগ্রাসনের আগে পূর্ব ইউরোপের দেশগুলির মতো ইউক্রেনের কাছেও মূলত সোভিয়েত আমলে তৈরি মিগের মতো যুদ্ধবিমানই ছিল।

রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকেই কিয়েভ অ্যামেরিকায় তৈরি আধুনিক যুদ্ধবিমান দেয়ার জন্য অনুরোধ করছিল। কিন্তু ইউক্রেনের বন্ধু দেশগুলি তাদের মিগ বিমানই দেয়, যেগুলি চালাতে ইউক্রেনের পাইলটরা অভ্যস্ত।

গত কয়েক মাস ধরে ইউক্রেনের পাইলটদের ইউরোপে অত্যাধুনিক যুদ্ধবিমান চালাবার প্রশিক্ষণ দেয়া হয়।

বেয়ারবকের অভিযোগ

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবক অভিযোগ করেছেন, রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে 'ঠান্ডা যুদ্ধ' চালাতে চায়।

বেয়ারবক বলেছেন, সম্প্রতি তারা ইউক্রেনের হিটিং ও জল সরবরাহ পরিকাঠামোতে ইচ্ছাকৃতভাবে আঘাত করার চেষ্টা করছে। তাদের লক্ষ্য, ইউক্রেনের মানুষ যেন শীতের সময় ঠান্ডায় জমে মারা যান।

বেয়ারবকের অভিযোগ, পুটিন আরো বড় আকারে এই 'ঠান্ডা যুদ্ধ' চালাতে চাইবেন। এই অবস্থায় ইইউ যেন ইউক্রেনকে নতুন প্রোটেকটিভ শিল্ড দেয়।

তিনি বলেছেন, জার্মানি ইউক্রেনকে এই বছরের শেষের মধ্যে চারটি আইআরআইএস-টি এয়ার ডিফেন্স সিস্টেম এবং অতিরিক্ত বিমান-বিধ্বংসী কামান দিতে চায়। এয়ার ডিফেন্স সিস্টেম থাকলে ইউক্রেন মানুষের প্রাণ বাঁচাতে পারবে।

জিএইচ/এসজি (এপি, এএফপি, রয়টার্স)