1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রান আউট

১৪ এপ্রিল ২০১২

অস্ট্রেলিয়া দলের অন্যতম সেরা অলরাউন্ডার শেন ওয়াটসন৷ ব্যাটিং, বোলিং এমনকি ফিল্ডিং এও দলের নির্ভরযোগ্য খেলোয়াড়৷ তবে একটি বিষয়ে ওয়াটসনকে নিয়ে দলের ভোগান্তির শেষ নেই৷ তার রান আউট হওয়ার প্রবণতা৷

https://p.dw.com/p/14dvt
ছবি: AP

এখন পর্যন্ত ৩৩টি টেস্ট ম্যাচ খেলেছেন ডান হাতি এই ব্যাটিং অলরাউন্ডার৷ তার মধ্যে আটবারই রান আউট হয়েছেন৷ নিজে আউট হলেও না হয় মেনে নেওয়া যায়, কিন্তু মাঝে মধ্যে সতীর্থ ব্যাটসম্যানকেও রান আউট করাচ্ছেন ওয়াটসন৷ তার ভুল কলিং এ সাড়া দেওয়ার কারণে কিংবা ওয়াটসন কল করার পর নিজেই ঠিকভাবে দৌড় না দেওয়ায় অপরপ্রান্তের ব্যাটসম্যানকে সাজঘরে ফিরতে হচ্ছে৷ এই যেমন সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে ওয়াটসনের দোষে পন্টিংকে রান আউট হয়ে ফিরতে হলো৷ টেস্টটি অসিরা জিতলেও ক্রিজে ওয়াটসনের এই ঢিলেমি নিয়ে বেশ সমালোচনা হচ্ছে৷ ঘটনাটি নিয়ে নিজেও বেশ অনুশোচনায় ভুগছেন তিনি৷ এক প্রতিক্রিয়ায় বলেন, ‘‘পন্টিং এর রান আউটে আমি কষ্ট পেয়েছি৷ আমি নিজেও অনেকবার রান আউট হয়েছি যেটা ভালো নয়৷ তবে এইবারের ঘটনাটি আমাকে সত্যিই নাড়া দিয়েছে৷ এরকম যাতে আর না ঘটে সেজন্য আমি সবকিছুই করবো৷''

রান আউটের এই বিষয়টি বাদ দিলে ওয়াটসনের পারফরম্যান্স নিয়ে অবশ্য সমালোচকদের বলার তেমন কিছু নেই৷ বার্বাডোজের নাটকীয় টেস্টে দ্বিতীয় ইনিংসে তার ৫৪ রানের সুবাদে ক্যারিবীয়দের বিপক্ষে জয় পায় দল৷ তবে রান আউট নিয়ে সমালোচকদের মুখ বন্ধ করতে চান তিনি৷ আর তার কারণে ক্রিজে থাকা অপর ব্যাটসম্যানদেরও সমস্যা হচ্ছে এটি বেশ ভালো বুঝতে পারছেন৷ ‘‘টেস্ট ম্যাচের ফ্ল্যাট উইকেটে যখন রানের খুব প্রয়োজন তখন এই ধরণের সমস্যা কোন ভালো জিনিষ নয়'', বলেন ৩০ বছর বয়েসি শেন ওয়াটসন৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম (এএফপি)

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য