1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিযুক্তরাজ্য

রানি দ্বিতীয় এলিজাবেথের জীবনাবসান

৮ সেপ্টেম্বর ২০২২

রানি দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন৷ বাকিংহাম প্যালেসকে উদ্ধৃত করে বিবিসি ৯৬ বছর বয়সে রানির মৃত্যুর খবর নিশ্চিত করেছে৷

https://p.dw.com/p/4GaNK
স্কটল্যান্ডের বালমোরাল দূর্গে রানি এলিজাবেথকে চিকিৎসা তত্ত্বাবধানে রাখা হয়েছে বলে জানিয়েছে বাকিংহাম প্যালেস কর্তৃপক্ষ৷ ছবি: Victoria Jones/empics/picture alliance

ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বেশি সময় সিংহাসনে ছিলেন তিনি৷ দ্বিতীয় এলিজাবেথের বয়স হয়েছিল ৯৬ বছর। কয়েক মাস আগেই তার সিংহাসনে আরোহনের ৭৫ বছর উদযাপন করা হয়েছিল। মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র চার্লস বৃটেনের নতুন রাজা হচ্ছেন।

রানি দ্বিতীয় এলিজাবেথ বেশ কিছু দিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন৷ হাঁটাচলা ও দাঁড়িয়ে থাকতে তাঁর সমস্যা হচ্ছিল৷

১৯৫২ সালে ব্রিটিশ সিংহাসনে রানি দ্বিতীয় এলিজাবেথের অভিষেক ঘটে।

এর আগে স্কটল্যান্ডের বালমোরাল দূর্গে রানিকে চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে বলে বাকিংহাম প্যালেস কর্তৃপক্ষ জানায়৷ রাজপরিবারের সদস্যরা বালমোরাল প্রাসাদে তাকে দেখতে যান৷

তখন বাকিংহাম প্যালেসের বিবৃতিতে জানানো হয়, ‘‘সকালে স্বাস্থ্য মূল্যায়নের পর রানির চিকিৎসকেরা তার স্বাস্থ্য বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তাকে চিকিৎসা তত্ত্বাবধানে থাকার পরামর্শ দেন৷''

যুবরাজ চার্লস তার স্ত্রী ডাচেস অব কর্নওয়ালের সঙ্গে বালমোরালে ছিলেন৷

৭০ বছর ব্রিটেনের সিংহাসনে থাকার পর ৯৬ বছর বয়সে রানির জীবনাবসান হলো৷

এডিকে/কেএম (এপি, রয়টার্স)