1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাজাকার মোবারকের মৃত্যুদণ্ডের রায়ে প্রতিক্রিয়া

২৪ নভেম্বর ২০১৪

একাত্তরে ব্রাহ্মণবাড়িয়ার ‘রাজাকার কমান্ডার’ ও স্থানীয় আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা মোবারক হোসেনকে হত্যা, নির্যাতনের মতো যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত৷

https://p.dw.com/p/1Ds5g
Dhaka Demonstrationen
ছবি: picture alliance/ZUMA Press

রায় প্রকাশের পর ফেসবুকে তেমন একটা লেখালেখি না হলেও, টুইটারে অনেকেই শেয়ার করেছেন খবরটি৷ ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম লিখেছে, যুদ্ধাপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম সোমবার এই রায় ঘোষণা করেন৷ মোবারক হোসেনের বিরুদ্ধে ফাঁসির রায় পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে গণজাগরণ মঞ্চ৷ তাঁর বিরুদ্ধে হত্যা, অপহরণ ও লুটতরাজের মতো পাঁচ যুদ্ধাপরাধের অভিযোগ ছিল, যার মধ্যে দুটি প্রমাণিত হয়েছে৷

সেলিম সামাদ টুইটারে পাকিস্তানের অনলাইন সংবাদ পত্রিকা ডন থেকে এ সংক্রান্ত খবরটি শেয়ার করেছেন৷

বাংলাদেশের প্রথমসারির দৈনিকগুলো গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে খবরটি৷

বাংলানিউজ টুয়েন্টিফোর ডট কম অবশ্য ভিন্ন দৃষ্টিভঙ্গিতে খবরটি ছেপেছে৷

হ্রিতোহ্রি মেঘলা ইংরেজি দৈনিক ডেইলি স্টারের খবরটি টুইটারে শেয়ার করেছেন৷

মোহাম্মদ ফজলে রাব্বী এবং সিরেশ চন্দ্র টুইটারে টুইট করেছেন খবরটি৷

রুবেল আহমেদ টুইটারে সংবাদটি শেয়ার করে লিখেছেন রাজাকার মোবারকের মৃত্যুদণ্ড৷

সংকলন: অমৃতা পারভেজ

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য