1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাজনীতিতে নামছেন বলিউড কন্যা মনীষা!

২০ অক্টোবর ২০০৯

নেপালের রাজনীতিতে নাম লেখাতে চলেছেন অভিনেত্রী মনীষা কৈরালা, এমনটাই গুজব বলিউডের বাতাসে৷ সম্প্রতি কাঠমান্ডুতে দাদা বি পি কৈরালার স্মৃতি জাদুঘর পরিদর্শন করে সেই গুজবকে আরো খানিকটা উস্কে দিলেন মনীষা৷

https://p.dw.com/p/KAqF
ছবি: AP

নেপালের প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন মনীষার দাদা বি পি কৈরালা৷ সেই দাদার স্মৃতিতে গড়ে ওঠা জাদুঘর ঘুরে এসে মনীষা এক বিবৃতিতে জানালেন, আমি বি পি কৈরালার আদর্শকে সম্মান জানাই৷ এবং তাঁর স্মৃতিতে গড়ে ওঠা জাদুঘর পরিদর্শন শেষে দেশের জন্য কিছু করার তাগিদ অনুভব করছি৷

এর আগে, কাশ্মীরে শুটিং শেষে এই বলিউড কন্যা সাংবাদিকদের জানিয়েছেলেন, রাজনীতিতে আগ্রহ জন্মেছে তার৷ এবং অমিতাভ বচ্চনসহ অন্যান্য অভিনেতা থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা তারকাদের মতো তিনিও জাতির সেবায় এগিয়ে আসতে চান৷

প্রসঙ্গত, ১৯৯১ সালে সওদাগার ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ ঘটে মনীষা কৈরালার৷ এরপর বেশ কিছু ছবিতে মূল নায়িকার ভূমিকায় দেখা গেছে তাকে৷ এর মধ্যে অসম প্রেম কাহিনী নিয়ে ২০০২ এ নির্মিত ‘‘এক ছোটিসি লাভ স্টোরি'' তার অভিনয় বিতর্কের জন্ম দেয়৷ বর্তমানে মনিষার চলচ্চিত্র ক্যারিয়ার পড়তির দিকে বলে খবর৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম/পিটিআই

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক