1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
মানবাধিকারমিয়ানমার

রাখাইনে কার্যক্রম স্থগিত করছে ডক্টর্স উইদাউট বর্ডার্স

২৮ জুন ২০২৪

দাতব্য সংস্থা ডক্টর্স উইদাউট বর্ডার্স এমএসএফ বৃহস্পতিবার জানিয়েছে, মিয়ানমারের উত্তর রাখাইনে সশস্ত্র গোষ্ঠী ও সামরিক বাহিনীর মধ্যে ‘সংঘাত অনেক বেড়ে যাওয়ায়' তারা কার্যক্রম স্থগিত করতে যাচ্ছে৷

https://p.dw.com/p/4hcfa
কক্সবাজারে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নদী ও সবুজ প্রকৃতি
আরাকান আর্মি বলছে, তাদের যোদ্ধারা বাংলাদেশ সীমান্তের কাছে অবস্থিত মংডু শহরের দিকে এগোচ্ছে৷ছবি: Mohammad Ponir Hossain/REUTERS

গত নভেম্বরে আরাকান আর্মি দেশটির নিরাপত্তা বাহিনীর উপর হামলা শুরু করার পর রাখাইনে উত্তেজনা বেড়েছে৷ আরাকান আর্মি রাখাইনের অনেক এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে৷

মানবিক কার্যক্রম পরিচালনায় মারাত্মক বাধা তৈরি হওয়ায় উত্তর রাখাইনে ‘মানবিক চিকিৎসা কার্যক্রম' স্থগিত করা হচ্ছে বলে জানিয়েছে এমএসএফ৷ রাথেডং, বুথিডং ও মংডুর ১৪টি মোবাইল ক্লিনিকে স্থগিতের প্রভাব পড়বে বলে জানিয়েছে তারা৷ গত নভেম্বর থেকে রাখাইনে সংঘাত বাড়ায় সেখানে মেডিকেলসহ অন্যান্য পণ্য পরিবহণে সমস্যা তৈরি হয়েছে বলে জানিয়েছে এমএসএফ৷

সামরিক বাহিনী ও আরাকান আর্মি রাখাইনের অনেক রাস্তা ও নৌপথ অবরোধ করে রেখেছে৷

আরাকান আর্মি গত মে মাসে জানিয়েছিল, তারা রাখাইনের বুথিডং শহরের নিয়ন্ত্রণ নিয়েছে৷ ঐ শহরে অনেক রোহিঙ্গা বাস করেন৷

বিদেশে বাস করা অনেক রোহিঙ্গা অভিযোগ করে বলেছেন, আরাকান আর্মি রোহিঙ্গাদের পালাতে বাধ্য করছেন৷ এবং এরপর তারা লুটপাট করে রোহিঙ্গাদের ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে৷ তবে আরাকান আর্মি এই অভিযোগকে ‘প্রোপাগাণ্ডা' আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে৷

আরাকান আর্মি বলছে, তাদের যোদ্ধারা বাংলাদেশ সীমান্তের কাছে অবস্থিত মংডু শহরের দিকে এগোচ্ছে৷

বিশ্ব খাদ্য কর্মসূচি ডাব্লিউএফপি মংডুতে ‘খাদ্য সরবরাহ লুটপাট' ও তাদের একটি গুদাম পুড়িয়ে দেওয়ার অভিযোগ করেছে৷ গত শনিবার এই ঘটনাটি ঘটে বলে জানিয়েছে তারা৷ সংঘাতের কারণে গত মে মাস থেকে তারা সেখানে ঢুকতে পারছে না বলেও জানিয়েছে ডাব্লিফএফপি৷

গুদামে হামলার জন্য একে অপরকে দোষারোপ করেছে জান্তা সরকার ও আরাকান আর্মি৷

জেডএইচ/এসিবি (এএফপি)

মিয়ানমারের গৃহযুদ্ধ ও রোহিঙ্গাদের ঘরে ফেরা

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য