1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাইসির মৃত্যুতে ভারতে একদিনের জাতীয় শোক

২০ মে ২০২৪

ইরানের প্রেসিডেন্ট এব্রাহিম রাইসির মৃত্যুতে ভারতে একদিনের জাতীয় শোক ঘোষণা করা হলো।

https://p.dw.com/p/4g4kU
ইরানের ক্যাবিনেট বৈঠকে এভাবেই রখা ছিল রাইসির ছবি।
ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে জাতীয় শোক ঘোষণা ভারতের। ছবি: ran's Presidency/WANA via REUTERS

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ইরানের প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যুতে তিনি শোকার্ত।

সামাজিক মাধ্যমে এক্স-এ মোদী লিখেছেন. ''ভারত-ইরান দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করার ক্ষেত্রে তার বিশাল অবদান ছিল।  এর জন্য ভারত সবসময় তাকে মনে রাখবে। আমি তার পরিবারকে ও ইরানের জনগণকে সমবেদনা জানাই। এই কঠিন সময়ে ভারত ইরানের পাশে আছে।''

রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ানের প্রতি শ্রদ্ধা জানাতে ভারত সরকার একদিনের রাষ্ট্রীয় শোকের সিদ্ধান্ত নিয়েছে।

সরকারের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ''ইরানেরপ্রেসিডেন্ট এব্রাহিম রাইসি ও আবদুল্লাহিয়ান হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন। তাদের প্রতি শ্রদ্ধা জানাতে ভারত ২১ মে জাতীয় শোকপালন করবে। মঙ্গলবার জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। যাবতীয় সরকারি অনুষ্ঠান বাতিল করা হয়েছে।''

পররাষ্ট্রমন্ত্রী এস জয়শষঙ্কর এই দুঃখজনক পরিস্থিতিতে ইরানের দুই নেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেন। তিনি বলেছেন, ভারত এই সময় পুরোপুরি ইরানের পাশে আছে। জয়শঙ্কর বলেছেন ''আমি অনেকবার তাদের সঙ্গে বৈঠক করেছি। ২০২৪ সালের জানুয়ারিতেও আমরা আলোচনা করেছি।''

ইরানের সম্ভাব্য নতুন প্রেসিডেন্টের পরিচয়

জিএইচ/কেএম(পিটিআই, এএনআই)