1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রব্বানির হত্যাকারী একজন পাকিস্তানি : আফগানিস্তান

২ অক্টোবর ২০১১

আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট বোরহানউদ্দিন রব্বানির হত্যাকারী একজন পাকিস্তানি, এমন দাবি করলো আফগানিস্তান৷ অন্যদিকে তালেবান গোষ্ঠীর সঙ্গে শান্তি আলোচনার নতুন উপায় খোঁজার চেষ্টা করছেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই৷

https://p.dw.com/p/12kbl
আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইছবি: dapd

গত ২০ সেপ্টেম্বর আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট বোরহানউদ্দিন রব্বানি এক আত্মঘাতী বোমা হামলায় নিহত হন৷ তালেবান গোষ্ঠীর দূত, এই তথ্য দিয়ে আততায়ী রব্বানির সঙ্গে দেখা করতে গিয়েছিল৷ এরপর সে তার পাগড়ীতে লুকানো বোমার বিস্ফোরণ ঘটায়৷ এই ঘটনার সঙ্গে পাকিস্তানের যোগাযোগ রয়েছে এমন দাবি আসলো খোদ আফগান সরকারের পক্ষ থেকেই৷

রোববার আফগান প্রেসিডেন্টের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, রব্বানিকে হত্যার চক্রান্ত করা হয়েছিল পাকিস্তানের কোয়েটা শহরে এবং আত্মঘাতী হামলাকারী পাকিস্তানের নাগরিক৷ হামলাকারী কোয়েটার কাছে চামান নামে একটি জায়গাতে বাস করতো বলেও আফগান কর্তৃপক্ষ দাবি করেছে৷ উল্লেখ্য, শনিবার আফগান গোয়েন্দা সংস্থা জানায়, রব্বানির হত্যাকাণ্ডের চক্রান্ত কোয়েটাতে হয়েছে৷ তারা এই সংক্রান্ত প্রমাণ ইতিমধ্যে পাকিস্তানি কর্তৃপক্ষকে হস্তান্তর করেছে বলেও জানায়৷

Flash-Galerie Burhanuddin Rabbani
বোরহানউদ্দিন রব্বানিছবি: dapd

এদিকে রব্বানির মৃত্যুর পর আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের শান্তি আলোচনা থমকে দাঁড়িয়েছে৷ তালেবান শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ করার কোন উপায় এখনও তিনি খুঁজে পাননি৷ রব্বানির মৃত্যুতে কারজাই বেশ হতাশ বলেও জানা গেছে৷ শুক্রবার ধর্মীয় নেতাদের সঙ্গে এক আলোচনায় কারজাই তাদের উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন, ‘‘মোল্লা ওমরের কোন ঠিকানা নেই৷ তাদের শান্তির দূত একজন খুনি৷ আমি কার সঙ্গে কথা বলবো? আফগান জাতি আমাকে প্রশ্ন করছে কোন পক্ষের সঙ্গে আমি আলোচনা করবো৷ আমার উত্তর হচ্ছে পাকিস্তান৷'' আফগান প্রেসিডেন্ট কারজাই জানান, সম্প্রতি আফগানিস্তানে ঘটে যাওয়া সহিংস কর্মকাণ্ডের উৎস হচ্ছে পাকিস্তান৷ তাই তাদের সঙ্গেই এখন কথা বলতে হবে৷ এই অবস্থাতে রোববার কারজাইয়ের মুখপাত্র জানালেন, তালেবান গোষ্ঠীর সঙ্গে শান্তি আলোচনার পরবর্তী পদক্ষেপ খুব শিগগিরই আফগান প্রেসিডেন্ট প্রকাশ করবেন৷ কারজাই এই মুহুর্তে এই পুরো প্রক্রিয়া খতিয়ে দেখছেন৷

এদিকে তালেবান গোষ্ঠীর তৎপরতা কিন্তু থেমে নেই৷ আবারও রাস্তার পাশে পেতে রাখা বোমার আঘাতে হতাহতের ঘটনা ঘটেছে৷ শনিবার দক্ষিণ পূর্বের জুরমাত জেলাতে রাস্তার পাশে পেতে রাখা বোমায় নিহত হয়েছে নয় জন আফগান সেনা৷ আহত হয়েছে আরও চার জন৷ পাকতিয়া প্রদেশের গভর্নর রুহুল্লাহ সামুন জানান, সেনারা বিদ্রোহীদের লুকিয়ে রাখা বোমা খোঁজার সময় এই বোমা বিস্ফোরিত হয়৷ উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই আফগানিস্তানে রাস্তার পাশে পুঁতে রাখা বোমার আঘাতে দেশি ও বিদেশী সেনারা প্রাণ হারাচ্ছে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: আরাফাতুল ইসলাম