1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রটারডামে গুলি, নিহত তিন

২৯ সেপ্টেম্বর ২০২৩

৩২ বছরের বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গুলি চালানোর কারণ এখনো স্পষ্ট নয়।

https://p.dw.com/p/4WwGO
নেদারল্যান্ডসে গুলি
রটাডামে বন্দুকধারীর হামলাছবি: BAS CZERWINSKI/ANP/AFP

বৃহস্পতিবার নেদারল্যান্ডসের বন্দর শহর রটারডামে এই ঘটনা ঘটেছে। ইরাসমুস বিশ্ববিদ্যালয় অঞ্চলে এই ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বন্দুকধারী সেনার পোশাক এবং বুলেটপ্রুফ জ্যাকেট পরে প্রথমে একটি বাড়িতে গুলি চালাতে শুরু করে। বাড়িটিতে আগুন ধরে গেলে সে বিশ্ববিদ্যালয় চত্বরে এসে ফের গুলি চালাতে শুরু করে। পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানিয়েছে, একটি বাড়িতে প্রথম গুলি চালাতে শুরু করে ওই ব্যক্তি। ঘটনাস্থলেই ৩৯ বছরের এক নারীর মৃত্যু হয়। বাড়িটিতে আগুন লেগে যায়। আহত হয় ওই নারীর ১৪ বছরের মেয়ে। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। এরপর ওই বন্দুকধারী বিশ্ববিদ্যালয় চত্বরে আসে। সেখানে ফের গুলি চালাতে শুরু করে সে। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় ৪৬ বছরের এক শিক্ষকের। পুলিশের দাবি, বন্দুকধারীও ওইবিশ্ববিদ্যালয়ের শিক্ষক।

বন্দুকধারীর দখলমুক্ত আমস্টারডামের অ্যাপল স্টোর

আক্রমণকারীকে গ্রেপ্তার করলেও কেন সে এই কাজ করেছে, তা এখনো স্পষ্ট নয়। পুলিশ তাকে লাগাতার জেরা করছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

''অ্যামেরিকায় এমন ঘটনা ঘটে। নেদারল্যান্ডসে ঘটবে কোনোদিন ভাবিনি।'' সংবাদসংস্থা এএফপি-কে একথা জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। গোটা বিশ্ববিদ্যালয় চত্বরে এখনো আতঙ্কের ছায়া।

রটারডামের পুলিশ প্রধান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নির্দিষ্ট টার্গেট নিয়েই গুলি চালিয়েছে ওই ব্যক্তি। আক্রান্তের পাশাপাশি তার নিজের বাড়িতেও সে আগুন লাগিয়েছে। দমকলকর্মীরা জানিয়েছেন আগুন এখন নিয়ন্ত্রণে। বস্তুত, ঘটনার পর বিশ্ববিদ্যালয় চত্বর বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে তা খুলে দেওয়া হয়। ডাচ প্রধানমন্ত্রীও ঘটনায় শোক প্রকাশ করেছেন।

এসজি/জিএইচ (এএফপি, রয়টার্স)