1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুদ্ধাপরাধ মামলার সাক্ষীদের ভয় দেখানো হচ্ছে

২৫ নভেম্বর ২০১১

জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলার সাক্ষীদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন ট্রাইবুন্যালের তদন্তকারী দলের প্রধান সমন্বয়কারী আব্দুল হান্নান খান৷

https://p.dw.com/p/13HIx
একই ধরনের অভিযোগ বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরির এলাকায়৷ছবি: Harun Ur Rashid

এনিয়ে পিরোজপুর সদর থানায় সাক্ষীরা অভিযোগও করেছেন৷ একই ধরনের অভিযোগ বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরির এলাকায়৷  জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে ট্রাইবুন্যালে সাক্ষ্য গ্রহণ শুরু হবে আগামী ৭ই ডিসেম্বর৷ আর বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরির বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলায় অভিযোগ গঠন করা হবে আগামী ২৯শে ডিসেম্বর৷ ট্রাইবুন্যালের তদন্তকারী দলের প্রধান সমম্বয়কারী আব্দুল হান্নান খান জানান, সাঈদীর বিরুদ্ধে যারা সাক্ষী দেবেন তাদের ভয়ভীতি দেখান হচ্ছে৷ এ নিয়ে পিরোজপুর সদর থানায় একাধিক জিডিও করা হয়েছে৷ আর সালাউদ্দিন কাদের চৌধুরির বিরুদ্ধে সাক্ষীরাও হুমকির অভিযোগ করছেন৷ তিনি বলেন, এজন্য সাক্ষীদের সুরক্ষার আইন হচ্ছে৷

এদিকে আইন প্রতিমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, যারা সাক্ষীদের ভয়ভীতি দেখাচ্ছে তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে৷ তিনি বলেন একটি মহল নানাভাবে যুদ্ধাপরাধের বিচার বিলম্বিত করতে চাইছে৷

আর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম বলেছেন, যুদ্ধাপরাধের বিচার কাজ সুষ্ঠুভাবে শেষ করতে আরো দক্ষ আইনজীবী প্রয়োজন৷ তিনি আইনমন্ত্রীকে এজন্য দক্ষ এবং অভিজ্ঞ আইনজীবীদের ট্রাইবুন্যালে নিয়োগ দেয়ার আহ্বান জানান৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান