1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
বিচার ব্যবস্থাযুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে হাতকড়া পরা ব্যক্তিকে পুলিশের সাত বার ‘শক'

২১ জুলাই ২০২৩

নিউইয়র্ক সিটির শহরতলীতে এক পুলিশ সার্জেন্টকে নাগরিক অধিকার ভঙ্গের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। হাতকড়া পরা অবস্থায় এক ব্যক্তির ওপর তিনি স্টান বন্দুক ব্যবহার করেছেন বলে অভিযোগ।

https://p.dw.com/p/4UDxJ
USA Polizisten angeschossen Harlem New York
যুক্রাষ্ট্রের নিউইয়র্কে টহলরত পুলিশ৷ ফাইল ফটো৷ ছবি: Jennifer Peltz/AP Photo/picture alliance

প্রসিকিউটররা জানিয়েছেন, মানসিক সংকটে ভোগা এক ব্যক্তিকে তার ইচ্ছার বিরুদ্ধে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। মাউন্ট ভের্ননের পুলিশ বাহিনীর কমান্ডার সার্জেন্ট মারিও স্টুয়ার্ট ওই ব্যক্তির শরীরে দুই মিনিটের মধ্যে সাতবার তার স্টান গান ব্যবহার করেছিলেন। স্টান গান বৈদ্যুতিক শক দিয়ে কাউকে অচেতন করার জন্য ব্যবহার করা হয়। সার্জেন্ট স্টুয়ার্টের বিরুদ্ধে অতিরিক্ত শক্তি প্রয়োগ করে সেই ব্যক্তির সাংবিধানিক অধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

মার্কিন অ্যাটর্নি ডামিয়ান উইলিয়ামস বলেন, ‘‘স্টুয়ার্টের এই কাজের মাধ্যমে কেবল একজন অফিসার হিসাবে তার দায়িত্বের লঙ্ঘনই করেননি, আইনও অমান্য করেছেন।’’

তবে সার্জেন্ট স্টুয়ার্টের আইনজীবী কেভিন কনওয়ের দাবি, তার মক্কেল নিজের দায়িত্ব পালন করছেন এবং কোনো অধিকার লঙ্ঘন করেননি বা অপরাধ করেননি।

২০১৯ সালের মার্চ মাসে একটি পার্কিংয়ে এই সার্জেন্টকে অন্য অফিসারদের সঙ্গে পাঠানো হয়েছিল এক ব্যক্তিকে সাহায্য করার জন্য। তিনি আংশিক নগ্ন ছিলেন এবং মানসিক যন্ত্রণায় ভুগছিলেন বলে বোঝা যাচ্ছিল।

ঘটনাস্থলের দায়িত্বে ছিলেন স্টুয়ার্ট। তিনি সেই ব্যক্তিকে হাতকড়া পরানোর নির্দেশ দেন। অফিসাররা তখন তাকে পরিবহনের জন্য একটি বিশেষ ব্যাগে ঢোকানোর চেষ্টা করেন। এই ধরনের ব্যাগ চরম মানসিক দুর্দশায় ভোগা এবং নিজের ওপর নিয়ন্ত্রণ না থাকা ব্যক্তিদের জন্য ব্যবহার করা হয়, যাতে তারা অন্যের ক্ষতি করতে না পারেন।

কিন্তু ব্যাগের একপাশ আঁকড়ে ধরে থাকায় সে ব্যক্তিকে ব্যাগে ঢোকানো সম্ভব হচ্ছিল না। প্রসিকিউটররা জানিয়েছেন, এক পর্যায়ে সার্জেন্ট স্টুয়ার্ট তার স্টান অন্তত সাতবার ব্যবহার করেন।

এডিকে/এসিবি (এপি)