1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘আফগানিস্তানে তোমরা কতদিন ছিলে?'

২৩ জানুয়ারি ২০১৮

চারদিন আগে সিরিয়ায় শুরু করা অভিযান কতদিন চলবে, তা তুরস্কের কাছে জানতে চেয়েছিল যুক্তরাষ্ট্র৷ এর উত্তরে যুক্তরাষ্ট্রের প্রতি এই প্রশ্ন ছুঁড়ে দেন তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়্যেপ এর্দোয়ান৷

https://p.dw.com/p/2rLqv
Türkei Erdogan bei Willkommenszeremonie in Ankara
ছবি: Reuters/Umit Bektas

আফগানিস্তান ও ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দীর্ঘ উপস্থিতির বিষয়টি উল্লেখ করে এর্দোয়ান বলেন, ‘‘তোমরা আফগানিস্তানে কতদিন ছিলে? ইরাকের বিষয়টি কি শেষ?''

এর আগে এর্দোয়ান আভাস দিয়েছিলেন যে, সিরিয়ার আফরিন এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত অভিযান চলতে পারে৷ এরপর আরেকটু পুবে সরে গিয়ে মানবিজ এলাকায়ও তুর্কি সেনারা প্রবেশ করতে পারে বলে জানিয়েছেন তিনি৷

উল্লেখ্য, শনিবার থেকে সিরিয়ার আফরিন এলাকায় ওয়াইপিজি মিলিশিয়াদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে তুরস্ক৷ ওয়াইপিজি'র পোশাকি নাম হচ্ছে ‘পিপলস প্রোটেকশন ইউনিটস'৷ ওয়াইপিজিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে তুরস্ক৷ তারা ‘কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি' বা পিকেকে'র সিরীয় অংশ বলে মনে করে তুরস্ক৷ উল্লেখ্য, পিকেকে ১৯৮৪ সাল থেকে তুর্কি সরকারের বিরুদ্ধে বিদ্রোহে লিপ্ত আছে৷ পিকেকে-কে ‘বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন' বলে আখ্যায়িত করে তুরস্ক৷

তবে সিরিয়ায় তুরস্কের সাম্প্রতিক অভিযান নিয়ে পশ্চিমা বিশ্ব উদ্বেগ প্রকাশ করেছে, কারণ,  সিরিয়ায় ইসলামিক স্টেট বা আইএস-এর বিরুদ্ধে লড়তে যুক্তরাষ্ট্রওয়াইপিজি মিলিশিয়াদের সহায়তা নিয়েছে৷ এ কারণে সিরিয়ার উত্তরাঞ্চলের একটি বিশাল অংশ এখন ওয়াইপিজিদের নিয়ন্ত্রণে৷ তাই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন অভিযানের ব্যাপারে ‘উদ্বেগ' প্রকাশ করেছেন৷ জাতিসংঘের নিরাপত্তা পরিষদেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে৷ তবে তুরস্কের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব করা কিংবা অভিযান বন্ধ করার কোনো দাবির কথা উঠেনি৷ এদিকে, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি বলেছেন, বিষয়টি নিয়ে তিনি তুর্কি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন৷

 সিরিয়ায় তুরস্ক ছাড়াও রাশিয়া ও ইরানের সামরিকউপস্থিতি রয়েছে৷ ঐ দেশ দুটিও তুরস্কের নতুন অভিযান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে৷ তবে এর্দোয়ান বলেছেন, অভিযান নিয়ে আগেই মস্কোর সঙ্গে কথা হয়েছে, এবং মস্কোর এতে সম্মতি আছে৷

এদিকে, ব্রিটেন ভিত্তিক ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস' জানিয়েছে, সিরিয়ায় তুরস্কের অভিযানে এখন পর্যন্ত ২২ জন সাধারণ সিরীয় নাগরিক প্রাণ হারিয়েছেন৷ যদিও তুরস্ক এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে৷ তুর্কি পররাষ্ট্রমন্ত্রী এই দাবিকে ‘বাজে প্রচারণা ও ভিত্তিহীন মিথ্যা' বলে আখ্যায়িত করেছেন৷

জেডএইচ/এসিবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য