1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সমালোচনার মুখে জার্মানি

২২ জুন ২০১৬

ইউরো চ্যাম্পিয়নশিপে নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে প্রত্যাশিত জয় পেয়ে গ্রুপসেরা হয়েই শেষ ষোল নিশ্চিত করেছে জার্মানি৷ তবে প্রতিপক্ষের গোলরক্ষকের দৃঢ়তায় ব্যবধান বড় করতে পারেনি ইওয়াখিম ল্যোভের দল৷

https://p.dw.com/p/1JB9e
মারিও গোমেজ
ছবি: Reuters/Ch. Platiau

মঙ্গলবার রাতে ১-০ ব্যবধানে জার্মানদের জয়ের নায়ক মারিও গোমেজ৷ প্রথমার্ধে একমাত্র গোলটি করেন তিনি৷ শেষ ১৬ বা প্রি-কোয়ার্টার ফাইনালে এখন পর্যন্ত চূড়ান্ত হয়েছে ৯টি দল৷ দলগুলো হলো সুইজারল্যান্ড, পোল্যান্ড, ওয়েলস, ক্রোয়েশিয়া, ফ্রান্স, জার্মানি, ইটালি, স্পেন ও ইংল্যান্ড৷ আগামী শনিবার, অর্থাৎ ২৫ জুন থেকে শুরু হচ্ছে এই পর্বের খেলা৷ সেদিন মুখোমুখি হচ্ছে সুইজারল্যান্ড ও পোল্যান্ড৷

এখন পর্যন্ত ৭ পয়েন্ট নিয়ে ‘এ' গ্রুপের শীর্ষে রয়েছে স্বাগতিক ফ্রান্স আর ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে সুইজারল্যান্ড৷ গ্রুপ ‘বি'- তে শীর্ষে রয়েছে ওয়েলস, তাদের পয়েন্ট ৬৷ এই গ্রুপে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে ইংল্যান্ড৷ ‘ই' গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ইটালি, ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে বেলজিয়াম৷ ‘এফ' গ্রুপে এখনো শীর্ষে থাকা হাঙ্গেরির পয়েন্ট ৪, দ্বিতীয় অবস্থানে ২ পয়েন্ট নিয়ে রয়েছে আইসল্যান্ড৷

Frankreich Fußball-EM Deutschland vs. Nordirland
গ্যালারিতে হাস্যোজ্বল এক জার্মান ভক্তছবি: Reuters/S. Mahe

তবে নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে জার্মানদের খেলা হতাশ করেছে দেশটির ফুটবল বোদ্ধাদের৷ বেশিরভাগ গণমাধ্যমই লিখেছে, ১০ জুলাইয়ের ফাইনালে পৌঁছাতে হলে অনেক কাঠখড় পোড়াতে হবে জার্মান ফুটবলারদের৷ ২৬ বার সুযোগ পেয়েও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষের বিপক্ষে মাত্র ১টি গোল করায় সমালোচনার ঝড় উঠেছে দলটির বিরুদ্ধে৷

বেশ কয়েকটি সহজ সুযোগ পেয়েও জার্মান ফুটবলাররা প্রতিপক্ষের জালে মাত্র একবারই বল জড়াতে পেরেছেন৷ মঙ্গলবার গ্রুপের অন্য ম্যাচে ইয়াকুবের একমাত্র গোলে ইউক্রেনকে হারিয়ে দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে পোল্যান্ড৷ ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা নর্দার্ন আয়ারল্যান্ডের নকআউট পর্বে খেলার আশা এখনো শেষ হয়ে যায়নি৷ ছয়টি গ্রুপের সেরা দুটি করে দল এবং ছয় গুপে তৃতীয় স্থানে থাকা দলগুলোর মধ্যে সেরা চারটি দল পরের পর্বে উঠবে৷

এদিকে, শিরোপা ধরে রাখা কতটা কঠিন হবে তার একটা আভাস গ্রুপ পর্বেই পেয়ে গেছে স্পেন৷ ২-১ ব্যবধানে তাদের হারিয়ে গ্রুপ শ্রেষ্ঠত্ব নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া৷ এই হারে ‘ডি' গ্রুপের রানার্স-আপ হওয়ায় শেষ ষোলোতে বর্তমান চ্যাম্পিয়নদের খেলতে হবে ইউরোপের আরেক পরাশক্তি ইতালির বিপক্ষে৷ মঙ্গলবার রাতে আলভারো মোরাতার গোলে এগিয়ে যায় স্পেন৷ বিরতির খানিক আগে সমতা ফেরান নিকোলা কালিনিচ৷ শেষ দিকে ক্রোয়েশিয়ার জয় নিশ্চিত করেন ইভান পেরিসিচ৷

ইউরোর ইতিহাসে রেকর্ড ৭৩৫ মিনিট নিজেদের জাল অক্ষত রাখার পর গোল হজম করল ভিসেন্তে দেল বস্কের দল৷৭০তম মিনিটে ক্রোয়েশিয়ার ডিফেন্ডার সিমে নিজেদের ডি বক্সে সিলভাকে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি৷ গোলরক্ষক বরাবর শট নিয়ে স্পেনকে এগিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ নষ্ট করেন সার্জিও রামোস৷

৮৭তম মিনিটে কালিনিচের বাড়ানো বল ধরে বাঁ-দিক থেকে কোনাকুনি শটে গোলরক্ষক দাভিদ দে খেয়াকে পরাস্ত করে ক্রোয়েশিয়ার নাটকীয় জয় নিশ্চিত করেন পেরিসিচ৷ এই জয়ে ‘ডি' গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করা ক্রোয়েশিয়ার পয়েন্ট ৭৷ দ্বিতীয় স্থানে থাকা স্পেনের পয়েন্ট ৬৷

এপিবি/এসিবি (এপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য