1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ম্যাককেইন-ওবামা বিতর্কে প্রাধান্য পেলো অর্থনীতি

রিয়াজুল ইসলাম৮ অক্টোবর ২০০৮

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে নির্বাচনের আগে দ্বিতীয়বারের মত বিতর্কে মুখোমুখি হলেন দুই প্রার্থী জন ম্যাককেইন ও বারাক ওবামা৷ তবে তাদের বিতর্কে অর্থনৈতিক বিষয়গুলোই প্রাধান্য পেয়েছে৷

https://p.dw.com/p/FWUG
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে নির্বাচনের আগে দ্বিতীয়বারের মত বিতর্কে মুখোমুখি হলেন দুই প্রার্থী জন ম্যাককেইন ও বারাক ওবামাছবি: AP

মার্কিন যুক্তরাষ্ট্রের দুই প্রেসিডেন্ট পদপ্রার্থীর শিবিরের মধ্যে গত কয়েকদিন ধরেই চলছিলো বেশ তীর্যক বাকযুদ্ধ৷ বিভিন্ন ইস্যুতে একে অপরকে আক্রমণ করায় উভয় শিবিরের মধ্যে বিরাজ করছিলো খানিকটা উত্তেজনার ভাব৷

USA Präsidentwahl Debatte McCain Obama
বিতর্ক শুরুর ঠিক আগে ম্যাককেইন-ওবামাছবি: AP

বুধবার রিপাবলিকান জন ম্যাককেইন ও ডেমোক্র্যাট বারাক ওবামার মধ্যে বিতর্কেও ছিলো তেমন আমেজ৷ দুজনই নানা ইস্যুতে অপরকে ঘায়েল করার চেষ্টা করেছেন৷ তবে এসব কিছুর মধ্যে অর্থনীতি ও নিরাপত্তা ইস্যুটিই ছিলো বেশ জোরালো৷ বারাক ওবামা মার্কিন মধ্যবিত্তদের পক্ষে তার অথনৈতিক অবস্থানের যুক্তি তুলে ধরার চেষ্টা করেছেন৷ তিনি বলেন, মধ্যবিত্তদের জন্য একটি সহায়তা প্যাকেজ প্রয়োজন৷ এর মানে হচ্ছে কর কমানো যাতে বাড়ির মালিকরা তাদের বাড়িতে থাকতে পারে৷ এর মানে হচ্ছে আমরা স্থানীয় প্রশাসনকে বিভিন্ন রাস্তা ও সেতু নির্মান প্রকল্পে নিয়োজিত করতে চাই যাতে লোকজন কাজ পায়৷ এবং দীর্ঘ মেয়াদের আমাদের স্বাস্থ্য ও জ্বালানি পদ্ধতি গড়ে তুলতে চাই৷ আপনাদের এমন একজন প্রয়োজন যিনি মধ্যবিত্তদের নিয়ে চিন্তা করেন যিনি কেবল উচ্চ পর্যায়ে লবিংয়ে ব্যস্ত থাকেন না৷

তবে ওবামার বিপরীতে ম্যাককেইন কর কমানোর বিপক্ষে তার মত দিয়ে বলেছেন, বন্ধুরা আমরা চাই না কেউ কর বাড়াক৷ আবার একইসঙ্গে আমি এটাও চাই না যে ধনীদের জন্য কেউ কর কমিয়ে দিক৷ বরং আমি বর্তমানে কর যে পর্যায়ে আছে তা থাকার পক্ষে৷

এদিকে ম্যাককেইন অর্থনৈতিক ইস্যুতে তার অবস্থান তুলে ধরার পাশাপাশি পররাষ্ট্র নীতির ক্ষেত্রে ওবামার দুর্বলতা তুলে ধরার চেষ্টা করেছেন৷ তিনি বলেন, আমার নায়কের নাম হচ্ছে টেডি রুজভেল্ট যিনি প্রায়ই বলতেন বলো আস্তে চলো আস্তে তবে হাতে যেন শক্ত লাঠি থাকে৷ সিনেটর ওবামা জোরে বলতেই পছন্দ করেন৷ তিনি এমনও বলেছেন যে তিনি পাকিস্তানে হামলা করতে যাচ্ছেন৷ এটি মনে রাখার মত৷

তবে ম্যাককেইনের এ কথার জবাব ওবামা বললেন,সিনেটর ম্যাককেইন বলছেন যে আমি নাকি অনভিজ্ঞ এবং বেশী বলি আর উনি স্থির ও দায়িত্বশীল৷ অথচ এই লোকই সেই লোক যিনি ইরানে বোমা মারো বলে গান গেয়েছিলেন, যিনি উত্তর কোরিয়াকে ধ্বংস করে ফেলার কথা বলেছিলেন৷

প্রেসিডেন্ট পদে দু প্রার্থীর এ বাক যুদ্ধে কে আসলে জিতেছেন তা হয়তো জানা যাবে আগামী ৪ঠা নভেম্বরের নির্বাচনের পর৷ তবে তাত্‌ক্ষণিক এক ফলাফলে দেখা গেছে বারাক ওবামা কিছুটা হলেও তার প্রতিদ্বন্দ্বী জন ম্যাককেইন থেকে এগিয়ে গেছেন৷