1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মেয়েদের প্রাপ্য সম্মানের দাবিতে সাইকেল ভ্রমণ

শীর্ষ বন্দ্যোপাধ্যায় কলকাতা
৬ মার্চ ২০২০

মেয়েদের প্রাপ্য সম্মান দেওয়ায় মানুষকে উৎসাহিত করতে এক অভিনব উদ্যোগ নিয়েছেন পশ্চিমবঙ্গের ব্যারাকপুরের মেয়ে, বর্ধমানের বউ সোহিনী দেব রায়৷ নিজের বার্তা পৌঁছে দিতে তিনি সাইকেলে পৌঁছে যাচ্ছেন ঘরে ঘরে৷

https://p.dw.com/p/3YxdP
Indien Petrapole | Sohini Deb Roy radelt für Frauenrechte
ছবি: Privat

‘‌মায়েরা চায় শান্তি, মেয়েরা চায় সম্মান' - বোর্ডে সাঁটা সাদা কাগজে এই সহজ সরল বার্তাটি লিখে তাঁর সাইকেলের সামনে টাঙিয়েছেন সোহিনী দেব রায়৷ তারপর সেই সাইকেল নিয়ে পাড়ি দিয়েছেন ব্যারাকপুর থেকে সুন্দরবনের উপকূল অঞ্চলের কাকদ্বীপ৷ পথে যেখানেই মানুষজনের ভিড় দেখেছেন, বিশেষ করে মেয়েদের জমায়েত, সাইকেল থামিয়ে কথা বলেছেন৷ নারী-পুরুষ নির্বিশেষে বুঝিয়েছেন, সমাজে মেয়েদের সম্মান রাখা কেন, কত দূর জরুরি৷

এই সচেতনতা প্রসারের কাজটা করছেন একজন একা মেয়ে, একার চেষ্টায় এবং আত্মপ্রচারের সামান্যতম উদ্দেশ্য ছাড়াই - এই ব্যাপারটাই সোহিনীর এই উদ্যোগকে সবার নজরে এনেছে৷ স্থানীয় সংবাদমাধ্যম ওঁর নামকরণ করেছে ‘‌সাইকেল ওম্যান'‌৷ প্রশংসিত হচ্ছে ওঁর এই সাহসী উদ্যোগ৷

‘‘সাইকেল চালালে জানিনা কেন সবাই সম্মান করে’’: সোহিনী দেব রায়

ব্যারাকপুরের মেয়ে সোহিনী পুষ্টি বিজ্ঞানে এমএসসি করেছেন, এখন বিএড পড়ছেন৷ এর মধ্যে তাঁর বিয়েও হয়েছে বর্ধমানে৷ কিন্তু নিজের বাড়ি, বা শ্বশুরবাড়ি, কোথাও সোহিনীর এই প্রচার অভিযানে বাধা দেওয়া হয়নি, বরং উৎসাহিত করা হয়েছে৷ এবং ব্যারাকপুর থেকে কাকদ্বীপ, রাস্তার দুপাশের মানুষজনের থেকে যেরকম সাড়া পেয়েছেন সোহিনী, তাতে ভবিষ্যতে এরকম আরও যাত্রার পরিকল্পনা তিনি এখনই করছেন৷

মেয়েদের প্রাপ্য সম্মান দেওয়ার যে প্রচার নিয়ে সাইকেলে বেরিয়েছিলেন, যাত্রাপথেই তার সাফল্যের স্বাদ মিলেছে৷ কোনও প্রবীণ মানুষ তাঁকে পুষ্টিবর্ধক গ্লুকোজ পাউডার কিনে দিয়েছেন, তো কোনও কমবয়সি ছেলেকে রাস্তার হদিশ জিজ্ঞেস করলে সে বলেছে, বসে একটু চা খেয়ে, একটু জিরিয়ে যাও৷

আরও একটা ভাল ব্যাপার ঘটেছে৷ গ্রাম বাংলার কমবয়সি মেয়েরা সোহিনীকে সাইকেলে সওয়ার হতে দেখে খুব উৎসাহিত৷ তারা নিজেদের বাড়িতে বলেছে, এবার থেকে তারাও সাইকেলেই স্কুল বা অন্যত্র যাতায়াত করবে৷ মেয়েদের স্বাধীনচেতা এবং স্বাবলম্বী হওয়ার পাঠ তাদেরকে দিয়েছে সোহিনীর সাইকেল এবং সোহিনীর সাহস৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য