মিংক মেরে ডেনিশ সরকারের গদিতে টান
১৯ নভেম্বর ২০২০ফ্যাশন দুনিয়ায় মিংকের পশমের চাহিদা সব সময়েই বেশি৷ কিন্তু ফ্যাশন নয়, অনেকটা বেজির মত দেখতে এই প্রাণী করোনা সংকটে অন্য কারণে ডেনমার্কের শিরোনামে৷ সম্প্রতি লক্ষ্য করা গেছে বিশেষ ধরনের জিনগত পরিবর্তনের ফলে করোনা ভাইরাসে আক্রান্ত মিংক থেকে সংক্রমিত হচ্ছে মানুষ৷
এই খবর প্রকাশিত হবার পর ডেনিশ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় লাখ লাখ মিংক মেরে ফেলার৷ কিন্তু গত সপ্তাহে ডেনিশ কৃষিমন্ত্রী মোগেন্স ইয়েনসেন স্বীকার করেন যে এই নির্দেশের কোনো আইনি ভিত্তি ছিল না৷ বুধবার এই খবর প্রকাশিত হবার পর থেকেই বিরোধী দলগুলি সোচ্চার হয়ে ওঠে৷ পদত্যাগ ঘোষণা করেন কৃষিমন্ত্রী ইয়েনসেন৷
তিনি বলেন, ‘‘সংসদে আমার প্রয়োজনীয় সমর্থন নেই, ফলে আমাকে পদত্যাগ করতেই হবে৷’’
সরকারে অনাস্থা, প্রধানমন্ত্রীর পদত্যাগ
ডেনমার্কের বিরোধী দলগুলির মধ্যে থেকে উঠে আসছে প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেনের পদত্যাগের দাবিও৷ বিরোধিনেতা ইয়াকব এলেমান-ইয়েনসেন বলেন, ‘‘কৃষিমন্ত্রী যা করেছেন, প্রধানমন্ত্রীও তা-ই করুন, আমি চাই৷ আমি চাই যে, প্রধানমন্ত্রী কোনো ভুল করলে তা স্বীকার করুন, কারণ এই দায়িত্ব তাঁরই ছিল৷’’
এলেমান-ইয়েনসেনের পাশে রয়েছে তাঁর দল লিবারেল পার্টি ছাড়াও ডেনিশ পিপলস পার্টি৷ আদৌ সরকার বেআইনি আদেশ দিয়েছে কি না, তা জানতে নিরপক্ষ তদন্তের দাবি জানিয়েছেন এই দলগুলি ছাড়াও অন্যান্য সংসদ সদস্যেরা৷ কিন্তু নিরপেক্ষ তদন্ত প্রকরিয়ার জন্য ডেনিশ সংসদে এবিষয়ে সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন, যা নিয়ে সংশয় দেখা যাচ্ছে৷
অরহুস বিশ্ববিদ্যালয়ের একটি সমীক্ষা জানাচ্ছে যে, জুলাই মাসে সাধারণ মানুষের মধ্যে সরকারের ওপর আস্থা ছিল ৭৫ শতাংশ৷ এই সংখ্যাই সাম্প্রতিক মিংক-বিতর্কের ফলে এসে ঠেকেছে পঞ্চাশের আশেপাশে৷
অন্যদিকে, ডেনিশ কর্তৃপক্ষ বলছে যে, সংক্রামিত মিংকদের মেরে ফেলা হলেও সংক্রমণের সন্দেহের তালিকায় রয়েছে আরও ২৫টি মিংক-খামার৷ সে বিষয়ে কী করা হবে, তা বলেননি তারা৷
এসএস/কেএম (এএফপি, রয়টার্স)