1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মায়ের ভূমিকায় ছবিতে আসছেন আশা ভোঁসলে

৪ মার্চ ২০১১

প্রায় ছয় দশক ধরে গাইছেন আশা ভোঁসলে৷ তবে ছোটবেলায় কয়েকটি মরাঠি ছবিতে অভিনয় করেছিলেন তিনি৷ এবার নামভূমিকায় চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন ৭৭ বছর বয়সি আশা৷ ‘মাই’ বা ‘মা’ নামের এই হিন্দি ছবিতে তাঁকে দেখা যাবে মায়ের চরিত্রে৷

https://p.dw.com/p/10TNc
Asha Bhosle Sängerin Indien

সেই শিশু কালে মারাঠি ছবিতে ছোটখোটো ভূমিকায় নেমেছেন৷ মাস্টার বিনায়কের ছবি ‘বাদি মা'তেও অভিনয় করেছিলেন আশা৷ ‘বাদি মা' ছবিটিতে বাঙালি শাড়ি পরে গান গেয়েছিলেন শিশু আশা৷ তবে এবার ‘মাই' ছবির মধ্য দিয়ে নতুন কিছু করতে চান আশা৷ প্রবাদপ্রতিম গায়িকা লতা মঙ্গেশকরের বোন আশা বললেন, ‘‘আমি সেই ছোট্টবেলা থেকে গান গাইছি৷ বছরের পর বছর ধরে ভারত থেকে শুরু করে বিশ্বের নানা দেশে নানা ভাষায় গান গেয়ে যাচ্ছি৷ তাই আমি আর একই ঘটনার পুনরাবৃত্তি না ঘটিয়ে বরং নতুন কিছু খুঁজছিলাম৷ ফলে, বলতে গেলে, এটা আমাকে সেই সুযোগ এনে দিল৷''

মহেশ কোড়িয়াল পরিচালিত ‘মাই'র চিত্রায়ন শুরু হবে আগামী ২৪ এপ্রিল৷ ওই দিন আশার বাবা দীননাথ মঙ্গেশকরের মৃত্যুবার্ষিকী৷ পাক-ভারত উপ-মহাদেশের জনপ্রিয় এই কণ্ঠশিল্পী বললেন, ‘‘আমার বাবা ছিলেন অভিনেতা৷ তাই অভিনয়টা আমার রক্তেই আছে৷ আর সংগীত পরিবেশনের সঙ্গে অভিনয়ের একটা নিবিড় সম্পর্ক রয়েছে৷ অভিনয়ে আসার আমার ইচ্ছা ছিলই৷ ছবিটির নামও আমাকে মুগ্ধ করেছে৷''

ছবিটিতে ফুটিয়ে তোলা হয়েছে মুম্বই এর শহুরে উচ্চ-মধ্যবিত্ত শ্রেণীর সামাজিক পটভূমি৷ ছবিটির মূল বিষয় হল ছেলের কাছ থেকে বিতাড়িত মা তার মেয়ে জামাইয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন৷ মেয়ের ভূমিকায় অভিনয় করবেন পদ্মিনী কোলাপুরি৷ ছবিটিতে অভিনয়ের সময় তাঁর নিজেরই একটি গান গাইতে দেখা এবং শোনা যাবে আশা ভোঁসলেকে৷ যাহোক, জনপ্রিয় শিল্পী আশাকে বড় পর্দায় দেখতে অপেক্ষা করতে হবে আরো কিছুটা সময়৷ জুন মাস নাগাদ ছবিটি মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে৷


প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক