1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বের সর্ববৃহৎ থ্রিডি প্রবাল প্রাচীর স্থাপন

৫ মার্চ ২০১৯

থ্রিডি প্রিন্টারে বানানো বিশ্বের সর্ববৃহৎ প্রবাল প্রাচীর মালদ্বীপে সমুদ্রের তলদেশে স্থাপন করা হয়েছে৷ একটি বিশেষ প্রকল্পের আওতায় জীববৈচিত্র্য রক্ষাই এই প্রাচীর স্থাপনের কারণ৷

https://p.dw.com/p/3ERVY
Teaser: Artikelbild Korallenriff
ছবি: Holger Ernst

কম্পিউটারের মাধ্যমে প্রতিটি প্রবালের নকশা করে থ্রিডি প্রিন্টারের সাহায্যে সিরামিক দিয়ে নির্মাণ করা হয়েছে এটি৷ এরপর প্রতিটি টুকরো একে অপরের সঙ্গে জোড়া দিয়ে প্রাচীর নির্মাণ করা হয়েছে৷ মজার ব্যাপার হলো কয়েকদিনের মধ্যেই এর উপর সত্যিকারের প্রবাল জন্ম নিয়েছে৷ এই প্রবাল প্রাচীর নির্মাণ ও স্থাপন একটি বিশেষ প্রকল্পের অংশ৷ মালদ্বীপে সমুদ্রের তলদেশে যেখানে এটি স্থাপন করা হয়েছে, সেখানে প্রবাল প্রাচীর ধ্বংস হওয়ার পাশাপাশি জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে৷ আর তা রক্ষা করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য৷

রবিবার ‘বিবিসি আর্থ' তাদের ফেসবুক পাতায় এই ভিডিওটি পোস্ট করে৷ প্রথম ১২ ঘণ্টায় ভিডিওটি দেখা হয় ৩৭ লাখ বার৷ শেয়ার হয়েছে প্রায় ৮০০ বার৷

এপিবি/জেডএইচ  

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান