1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মার্ক সাকারবার্গের ভুয়া ভিডিও

১৪ জুন ২০১৯

ব্রিটিশ এক শিল্পী প্রচারণার অংশ হিসেবে ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক সাকারবার্গের একটি ভুয়া ভিডিও প্রকাশ করেছেন৷ ফেসবুকের মালিকানাধীন ইন্সটাগ্রামে মঙ্গলবার সেটি আপলোড করা হয়৷

https://p.dw.com/p/3KOoz
Mark Zuckerberg Facebook Günder
ছবি: picture-alliance/dpa/J. Roberson

এতে দেখা যাচ্ছে, সাকারবার্গ মার্কিন সিবিএসএন চ্যানেলকে একটি সাক্ষাৎকার দিচ্ছেন৷ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা এআই-এর সহায়তায় নির্মিত ভিডিওটি দেখে বোঝার উপায় নেই যে, এটি ভুয়া৷

‘বিল পোস্টার্স' নামের (ছদ্মনাম) ঐ শিল্পী তাঁর একটি প্রকল্পের প্রচার চালাতে ইন্সটাগ্রামে ভিডিওটি আপলোড করেন৷ তবে মানুষ যেন ভুল না বোঝে সেজন্য ‘ডিপফেক' হ্যাশট্যাগ ব্যবহার করেছেন তিনি৷

পোস্টার্স যে প্রকল্পের জন্য ভিডিওটি তৈরি করেছেন তার নাম ‘স্পেক্টার'৷ এর মাধ্যমে তিনি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে তথ্য দেয়ার প্রভাব সম্পর্কে সবাইকে সচেতন করতে চান৷ তাই ভুয়া ভিডিওতে সাকারবার্গকে বলতে শোনা গেছে, ‘‘এক সেকেন্ডের জন্য কল্পনা করুন: একজন মানুষ কোটি কোটি মানুষের তথ্য, গোপন খবর, জীবন, ভবিষ্যৎ ইত্যাদি সম্পর্কে জেনে বসে আছেন৷''

পোস্টার্স তাঁর ওয়েবসাইটে লিখেছেন, ডনাল্ড ট্রাম্প, কিম কার্ডেশিয়ানের মতো তারকাদের ডিপফেক ভিডিও তৈরি করতে তিনি ও তাঁর সহকর্মী শিল্পী ড্যানিয়েল হোয়ে কয়েকটি এআই কোম্পানির সঙ্গে যুক্ত হয়েছেন৷

জেডএইচ/কেএম (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য