1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মার্কিন সেনেটে ডোপিংবিরোধী বিল পাস

১৭ নভেম্বর ২০২০

আন্তর্জাতিক খেলাধুলায় ডোপিং রুখতে মার্কিন সেনেটে পাস হয়েছে একটি বিল৷ কিন্তু তাতে সন্তুষ্ট নয় ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সি৷

https://p.dw.com/p/3lOqj
ছবি: Reuters/S. Karpukhin

২০১৪ সালে সোচি শীতকালীন অলিম্পিক চলাকালীন, রাশিয়ায় রাষ্ট্রীয় সহযোগিতায় চলতে থাকা ডোপিং-কীর্তিকলাপ জনগণের সামনে প্রকাশ করে শিরোনামে আসেন গ্রিগোরি রোচেনকভ৷ বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে আত্মগোপন করে রয়েছেন তিনি৷ সেই রোচেনকভের কাজকে স্মরণে রেখে সোমবার মার্কিন সেনেট পাস করেছে ডোপিংবিরোধী বিল, যার নাম ‘রোচেনকভ অ্যান্টি-ডোপিং বিল’৷

এই বিলের আওতায় থাকবে আন্তর্জাতিক ইভেন্টে অংশগ্রহণ করা মার্কিন অ্যাথলিট, তাদের পৃষ্ঠপোষক এমনকি সম্প্রচারের সাথে যুক্ত কর্মীরাও৷

এবিষয়ে, মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যান্টি-ডোপিং এজেন্সি ইউএসএডিএ-র প্রধান ট্রাভিস টাইগার্ট বলেন, ‘‘এই আইন সৎ অ্যাথলিটদের সুরক্ষা দেবে৷ পাশাপাশি, আন্তর্জাতিক স্তরে যে ডোপিং চক্রান্ত চলছে, তা খেলাধুলার সাথে জড়িতদের জন্য ক্ষতিকর৷ এই আইন তাকে থামাতে ভূমিকা রাখবে৷’’

টাইগার্ট আরো বলেন যে এই আইন খেলোয়াড়দের সাথে সাথে রোচেনকভের মতো আরো অনেক ‘হুইসলব্লোয়ার'দের কর্তৃপক্ষের নজরদারি ও হস্তক্ষেপ থেকে নিরাপত্তা দেবে৷ এই আইন অনুযায়ী, আন্তর্জাতিক স্তরে ডোপিং এর সাথে জড়িত ব্যক্তিদের শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হিসাবে গণ্য করা হবে ও মার্কিন বিচারব্যবস্থার অধীনে চলবে বিচার ও তদন্তের কাজ৷ আইনে পরিণত হলে, এই বিশেষ ধারাভঙ্গের জন্য এক মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৮৫ কোটি বাংলাদেশি টাকা) পর্যন্ত জরিমানা ও দশ বছর পর্যন্ত কারাবাসের শাস্তি হতে পারে৷

ডোপিঙে বিভক্ত পৃথিবী

২০১৯ সালেই এই ‘রোচেনকভ অ্যান্টি-ডোপিং' বিল সর্বসম্মতিক্রমে পাস হয় মার্কিন হাউস অফ রেপ্রেজেন্টেটিভসে৷ সোমবার সেনেটেও পাশ হবার পর এখন এই বিল প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হস্তাক্ষরের অপেক্ষায়৷

কিন্তু ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সির মত, এই আইন বৈশ্বিক ডোপিংবিরোধী কাজে বাধা দিতে পারে৷ যেহেতু এই আইনের আওতায় রয়েছে শুধুই আন্তর্জাতিক ইভেন্ট, কোনো মার্কিন পেশাদার বা কলেজ লীগ নয়, সেক্ষেত্রে মার্কিন অ্যথলিটদের ছাড় দেবার যথেষ্ট সুযোগ রয়ে যাচ্ছে বলে তাদের মত৷ বিলটির প্রাথমিক খসড়ায় এই দুই লীগকে যুক্ত করা হলেও পাশ হওয়া বিলে তা ছিল না৷

সংবাদসংস্থা রয়টার্সকে একটি ইমেলে ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সি বা ওয়াডা জানিয়েছে, ‘‘ওয়াডা ও আরো কয়েকটি রাষ্ট্র ও ক্রীড়া সংগঠন এই রোচেনকভ আইন নিয়ে সংশয় প্রকাশ করছে৷ বিশেষ করে, একাধিক বৈশ্বিক ও রাষ্ট্রীয় আইনের এক্তিয়ার এই আইনের এক্তিয়ারের সাথে মিলে যাওয়ায় তা বিশ্বজুড়ে সমান আইনসৃষ্টির কাজে বিঘ্ন ঘটাবে৷ বিশ্বে যত অ্যান্টি-ডোপিং প্রোগ্রাম আছে, তার মূলেই রয়েছে আইনের একীকরণের গুরুত্ব৷’’

মার্কিন পেশাদার ও কলেজ লীগের জন্য আলাদা আইনের প্রেক্ষিতে ওয়াডার বক্তব্য, ‘‘যদি মার্কিন খেলোয়াড়েরাই সমান আইনের আওতায় না আসেন, তাহলে সারা বিশ্ব কেন তা মানবে?’’

এসএস/কেএম (এএফপি, রয়টার্স)

২০১৮ সালের অক্টোবরের ছবিঘরটি দেখুন...