1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অলিম্পিক

১৪ আগস্ট ২০১২

মার্কিন টেলিভিশন দর্শকরা এখনও পর্যন্ত যে অনুষ্ঠান সবচেয়ে বেশি দেখেছেন, সেটি হচ্ছে লন্ডন অলিম্পিক ২০১২৷ ১৭ দিনের অলিম্পিক কাভারেজে দর্শকের সংখ্যা ছিল ২২০ মিলিয়ন৷ মার্কিন ব্রডকাস্টার এনবিসি জানিয়েছে এই তথ্য৷

https://p.dw.com/p/15pDQ
048-OlympischeSpiele/_ Diverse/Olympiaflagge# , Olympia-Flagge , Olympische Ringe , Fahne
ছবি: dapd

লন্ডন অলিম্পিকের এই দর্শক সংখ্যা অতীতের বেইজিং অলিম্পিককেও ছাড়িয়ে গেছে৷ সেই আসর যুক্তরাষ্ট্রে টেলিভিশনে উপভোগ করেন ২১৫ মিলিয়ন দর্শক৷ লন্ডন অলিম্পিকের টিভি দর্শক বৃদ্ধির পেছনে এনবিসি'র একটি সিদ্ধান্ত ফলপ্রসু হয়েছে বলে মনে করা হচ্ছে৷ এনবিসি বেশ কিছু অলিম্পিক ইভেন্ট সরাসরি প্রচার না করে বরং রেকর্ড করা অনুষ্ঠান হাইলাইট আকারে প্রাইম টাইমে প্রচার করেছে৷

নিলসেন কোম্পানির সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী, রেকর্ড করা অলিম্পিক অনুষ্ঠানগুলো রাতের বেলা গড়ে ৩১.১ মিলিয়ন দর্শক উপভোগ করেছেন৷ আর অলিম্পিকের সমাপনী আসর দেখেছেন ৩১ মিলিয়ন দর্শক৷

The OIympic flag is carried around the stadium during the Opening Ceremony at the 2012 Summer Olympics, Friday, July 27, 2012, in London. (AP Photo/Charlie Riedel)
অলিম্পিক পতাকা এখন ব্রাজিলেছবি: dapd

বলাবাহুল্য, ২০২০ সাল অবধি অলিম্পিক আসরের টেলিভিশন স্বত্ত্ব কিনে নিয়েছে এনবিসি৷ এজন্য সংস্থাটি খরচ করেছে ৪.৪ বিলিয়ন মার্কিন ডলার৷ যুক্তরাষ্ট্রে সাধারণত শুধু অলিম্পিক অনুষ্ঠান প্রচার করে তেমন একটা অর্থ আয় করা যায় না৷ এক্ষেত্রে অলিম্পিক অনুষ্ঠানের মাঝে অন্যান্য অনুষ্ঠানের বিজ্ঞাপন প্রচার করে অর্থ উপার্জনের পথ তৈরি করতে হয়৷

এবার অবশ্য শুধু অলিম্পিক ইভেন্ট প্রচার করেই লাভের মুখ দেখতে যাচ্ছে এনবিসি৷ অন্তত এনবিসি স্পোর্টস গ্রুপ'এর চেয়ারম্যান মার্ক লাজারুস তেমনটাই ইঙ্গিত দিয়েছেন৷ তিনি বলেছেন, ‘‘আমাদের অল্প কিছু টাকা আয় করার সুযোগ রয়েছে৷ তবে সেটা জানা যাবে আরো কয়েক সপ্তাহ পরে৷''

এদিকে, লন্ডন যাত্রা সমাপ্ত করে অলিম্পিক পতাকা পৌঁছে গেছে রিও ডি জানেরোতে৷  ২০১৬ সালের অলিম্পিক আয়োজন করা হবে ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম এই শহরে৷ ব্রাজিলের ক্রীড়াবিদদের সঙ্গে একই বিমানে অলিম্পিক পতাকা রিও ডি জানেরোতে পৌঁছায়৷ সোমবার অলিম্পিক পতাকা গ্রহণ করেন রিও'র মেয়র এডওয়ার্ডো পায়াস৷ এসময় তাঁর সঙ্গে ছিলেন রিও অলিম্পিক আয়োজক কমিটির প্রেসিডেন্ট কার্লোস আর্থোর নুজমান এবং রিও'র গভর্নর সার্গেও কাবরেল৷

এআই / ডিজি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য