1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মার্কিন নির্বাচন

৬ নভেম্বর ২০১২

আবারও বারাক ওবামা? নাকি মিট রমনি? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের খবর প্রচার করতে সেদেশে যাওয়া বাংলাদেশি সাংবাদিক সেলিম বাশার বললেন, এই মুহূর্তে বিজয়ীর নাম বলা অসম্ভব৷

https://p.dw.com/p/16dBY
ছবি: AP

চলছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের শেষ দিকের ক্ষণগণনা৷ ঠিক এই পরিস্থিতিতে কথা হয় সেলিম বাশারের সঙ্গে৷ প্রশ্নটা গত আঠারো মাসে গতানুগতিক হয়ে গেলেও জানতে চাইতেই হলো, ‘‘কে জিতবেন? ওবামা? নাকি রমনি?'' উত্তরটা অবশ্য দু মাস আগের হলে চমকে উঠতেন সবাই৷ তখন তো বারাক ওবামার সম্ভাবনার পালে জোর হাওয়া৷ কিন্তু সে অবস্থা বদলে যেতে শুরু করে টেলিভিশনে দুই প্রার্থীর সরাসরি বিতর্ক শুরুর পর থেকেই৷ রমনি সেই যে এগোতে শুরু করলেন আর থামেননি৷ নির্বাচনী প্রচারণার শেষ দিকে এসে তাই পাল্লার দু'পাশে সমান ওজন৷ দুই প্রার্থী সমানে সমান৷ রেডিও টুডে-র বার্তা প্রধান সেলিম বাশার যুক্তরাষ্ট্রে গিয়ে সরেজমিনেও তেমনটিই দেখছেন৷

MMT BM 061112 Interview with journalist Selim Bashar on US Election - MP3-Mono

সাক্ষাৎকারেও উঠে এসেছে জরিপে দুই প্রার্থীর সমান্তরালে এগিয়ে চলার বাস্তবতা৷ উঠে এসেছে ভোটারদের আগ্রহের বিষয়টি৷ এ প্রসঙ্গে সেলিম বাশার জানালেন, বাংলাদেশি অভিবাসীদের মধ্যে নির্বাচন নিয়ে ব্যাপক আগ্রহ দেখা গেলেও রোববার পর্যন্ত যুক্তরাষ্ট্রের পথে-প্রান্তরে আফ্রো-অ্যামেরিকানদের মধ্যে নাকি এ নিয়ে খুব একটা চাঞ্চল্য লক্ষ্য করা যায়নি৷ সেটা যে বড় রকমের ব্যতিক্রম তা বলাই বাহুল্য৷ যুক্তরাষ্ট্রের নির্বাচন যে এ মুহূর্তের ‘‘টক অব দ্য ওয়ার্ল্ড'' তা কে না জানে!

সাক্ষাৎকার : আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা : জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য