1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মহারাষ্ট্রে বাসে আগুন, জীবন্ত দগ্ধ হয়ে মৃত ২৫

৩ জুলাই ২০২৩

নাগপুর থেকে পুণে যাচ্ছিল বাসটি। শনিবার ভোররাতে দুর্ঘটনা হয়। বাসে আগুন লাগে। ২৫জন যাত্রীর মৃত্যু হয়।

https://p.dw.com/p/4TLN7
মহারাষ্ট্রে বাস দুর্ঘটনায় ২৫ জনের মৃত্যু হয়েছে।
মহারাষ্ট্রে বাস দুর্ঘটনায় ২৫ জনের মৃত্যু হয়েছে। ছবি: Gajanan MEHETRE/AFP

বুলধানাতে বাসটি প্রথমে রাস্তার ধারে একটি থামে আঘাত করে। তারপর তা ডিভাইডারে ধাক্কা মারে।  এর ফলে চেসিস থেকে অক্সেল খুলে বেরিয়ে আসে। ডিজেলের ট্যাংক ফুটো হয়ে যায়। বাসটি বাঁদিকে উল্টে যায়।  তারপরই বাসে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। ২৫ জন যাত্রী পুড়ে মারা যান। চালক-সহ আটজন বাইরে আসতে পেরেছেন। তারা প্রাণে বেঁচে গেছেন। তবে সকলেই হাসপাতালে চিকিৎসাধীন।

রোববার মৃত ২৪জনের অন্ত্যেষ্টি একসঙ্গে সম্পন্ন হয়। একজনের দেহ চেনা যাচ্ছিল বলে তা আত্মীয়দের হাতে তুলে দেয়া হয়।

দুর্ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করছেন ফরেনসিকের কর্মকর্তারা।
দুর্ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করছেন ফরেনসিকের কর্মকর্তারা। ছবি: Gajanan MEHETRE/AFP

নাগপুর থেকে বাসে উঠেছিলেন যোগেশ গাওয়াই। তিনি জানিয়েছেন, দুর্ঘটনার পর তিনি একটা জানালার কাচ ভাঙেন। তারপর কোনোমতে বের হন। তিনি একজনকে বাঁচান। তারপর আগুন এতটাই ছড়িয়ে যায় যে, আর কিছু করার ছিল না।

মিনিট ১০-১৫-র মধ্যে পুলিশ ও দমকল আসে। কিন্তু দশ মিনিটের মধ্যেই সব শেষ হয়ে যায়।

জিএইচ/এসজি(পিটিআই, এএনআই)