1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মহাজোটের চার বছর

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৭ জানুয়ারি ২০১৩

আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার শেষ বছরে পা দিয়েছে৷ আর এই শেষ বছরের শুরুতে চার বছর পূর্তির যেমন হিসাবনিকাশ আছে৷ তেমনি এই এক বছরে প্রতিশ্রুতি পূরণ আর বিরোধী দলকে কিভাবে সামলাবে তাও দেখার বিষয়৷

https://p.dw.com/p/17EsD
The Prime Minister of Bangladesh Sheikh Hasina addresses a news conference with German Chancellor Angela Merkel, not seen, after a meeting at the chancellery in Berlin, Tuesday, Oct. 25, 2011. (Foto:Markus Schreiber/AP/dapd)
ছবি: dapd

আওয়ামী লীগ তার চার বছরের কাজকর্মে মোটামুটি আস্থাশীল৷ তবে বিরোধী দল মনে করে এ পর্যন্ত প্রতিশ্রুতি পালনে সরকার ব্যর্থ হয়েছে৷ আর বিশ্লেষকরা মনে করেন সরকারকে এই শেষ বছরে অনেকগুলো প্রতিশ্রুতি পালন করতে হবে৷

২০০৮ সালের ডিসেম্বরে নির্বাচনে জিতে বর্তমান সরকার দায়িত্ব নেয় ২০০৯ সালের ৬ই জানুয়ারি৷ অনেক প্রত্যাশা নিয়ে মহাজোটকে ভোট দেয় দেশের মানুষ৷ তারা পায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা৷ সেই প্রত্যাশার জায়গায় মানুষ চার বছরেও হিসেব মিলাতে পারেনি৷ আর এখন তাদের আশংকা সামনের এক বছর নিয়ে৷ বিশেষ করে রাজনৈতিক সংঘাতে কেউ পেশায় থাকতে পারবেন কিনা, কাজ কর্ম করতে পারবেন কিনা৷ আবার এরই মধ্যে কেউ কেউ লোকসান গুনতে শুরু করেছেন৷

Activists of the Bangladesh Nationalist Party (BNP) shout slogans as they set fire to tyres during a nationwide blockade in Dhaka December 9, 2012. Police fired rubber bullets and tear gas to disperse protesters staging blockades across Bangladesh on Sunday as part of an opposition campaign for an independent caretaker administration to oversee next year's national election. REUTERS/Andrew Biraj (BANGLADESH - Tags: POLITICS CIVIL UNREST)
অস্থির রাজনৈতিক অঙ্গনছবি: Reuters

পদ্মা সেতু প্রকল্প যেখানে জাতীয় আকাঙ্খার সৃষ্টি করেছিল এখন তা জাতীয় হতাশায় পরিণত হয়েছে৷ আর আছে শেয়ারবাজারসহ আর্থিক খাতে নানা দুর্নীতি৷ যা সরকারকে তো বটেই দেশে মানুষকে বিব্রত করেছে৷ বললেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য৷ আর এর সঙ্গে যুক্ত হয়েছে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সহযোগী ছাত্র সংগঠন ছাত্রলীগের সন্ত্রাস, রাজনৈতিক নেতাদের গুম, অপহরণ৷

সরকারের সাফল্যও আছে৷ যুদ্ধাপরাধের বিচার শুরু, মিয়ামারের সঙ্গে সমুদ্রসীমা জয়, চালের দাম সহনীয় পর্যায়ে নিয়ে আসা, বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি, শিশু ও মাতৃ মৃত্যুহার হ্রাস৷ শিক্ষার উন্নতি এবং বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে পাঠ্য বই পৌছে দেয়ার ব্যবস্থা৷ কিন্তু শিক্ষার মান নিয়ে প্রশ্ন তোলেন ফারুক চৌধুরী৷

তবে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ মনে করেন সীমিত সম্পদ আর বিপুল জনগোষ্ঠী এই দুটি দিক বিবেচনায় নিলে সরকারের সফলতা অনেক৷

আর বিরোধী দল বিএনপির সিনিয়র নেতা হান্নান শাহ মনে করেন সরকার পুরোপুরি ব্যর্থ৷

তবে সরকারের এই সফলতা বা ব্যর্থতা কতটুকু তা চূড়ান্ত বিচার করতে আরো এক বছর সময় আছে৷ আর নির্বাচনেই তার প্রতিফলন ঘটবে বলে মনে করেন বিশ্লেষকরা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য