1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এশিয়া কাপ

২২ মার্চ ২০১২

চ্যাম্পিয়নের মত শেষ মুহূর্ত পর্যন্ত পাকিস্তানকে চাপ দিয়ে হারল বাংলাদেশ৷ তবে এই হার ইতিহাসে থেকে যাবে৷ যতদিন ক্রিকেট খেলবে, মনে রাখবে পাকিস্তান৷

https://p.dw.com/p/14PRD
ছবি: Reuters

মীরপুর স্টেডিয়ামে বাংলাদেশ বনাম পাকিস্তানের এশিয়া কাপ ফাইনালের এই ম্যাচটা বাংলাদেশ চিরকাল মনে রাখবে হারের জন্য নয়, মন খারাপ করেও নয়, মনে রাখবে বুক চিতিয়ে৷ মনে রাখবে গর্বের সঙ্গে৷ কারণ, একে হার বলা না, একেই বলে লড়াই৷

Cricket Finale Bangladesch Pakistan 2012
জমজমাট খেলা দেখলো দর্শকছবি: Reuters

বাংলার বাঘের প্রতীকটা এইবার জেঁকে বসল ক্রিকেট বিশ্বের কাছে৷ বাংলাদেশ ক্রিকেট দল, এতদিন যারা কিছুটা হলেও দমে থাকত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বা ভারত, পাকিস্তানের সামনে, এবার থেকে সেই দলটা আর সেই নামটা ক্রিকেট বিশ্বের এলিটদের তালিকায় চলে গেল৷ কারণটাও স্পষ্ট৷ এই ট্যুর্নামেন্টটা বাংলাদেশ দল যেভাবে খেলেছে, তার কোন তুলনা হয়না৷ ভারতকে হারানো, শ্রীলঙ্কাকে টপকানো, ফাইনালে ওঠা, আর যে পাকিস্তানের কাছে শুরুতে হেরে যাওয়া, তাদেরকেই শেষ বল পর্যন্ত টাঙিয়ে রেখে মহাকাব্যের নায়কের মত এই যে পরাজয়, এই পরাজয় আসলে বিজয়ই৷ কারণ, দুটো মাত্র রানে হেরেছে বাংলাদেশ৷ বীরত্বে বুঝিয়ে দিয়েছে তারা আসলে হিরোই৷ বাংলার বাঘ৷

আসা যাক খেলার কথায়৷ মোটের ওপরে স্কোরবোর্ড এরকম: পাকিস্তান: ৫০ ওভারে ২৩৬/৯ , এর মধ্যে হাফিজ ৪০, জামশেদ ৯, ইউনুস ১, মিসবাহ ১৩, আকমল ৩০, আজম ৩০, আফ্রিদি ৩২, সরফরাজ ৪৬*, গুল ৪, আজমল ৪, চিমা ৯; রাজ্জাক ২/২৬, সাকিব ২/৩৯, মাশরাফি ২/৪৮, মাহমুদুল্লাহ ১/১৪, নাজমুল ১/৩৬, শাহাদাত ০/৬৩৷

বাংলাদেশ: ৫০ ওভারে ২৩৪/৮ (তামিম ৬০, নাজিম ১৬, জহুরুল ০, নাসির ২৮, সাকিব ৬৮, মুশফিক ১০, মাহমুদুলাহ ১৭*, মাশরাফি ১৮, রাজ্জাক ৬, শাহাদাত ০*; চিমা ৩/৪৬, আজমল ২/৪০, গুল ২/৬৫, আফ্রিদি ১/২৮৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা :  সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান