1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মমতাকে কুকথা বলার শাস্তি, একদিন প্রচারে নেই অভিজিৎ

২১ মে ২০২৪

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুকথা বলেছিলেন বিজেপি প্রার্থী সাবেক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

https://p.dw.com/p/4g6Nq
বিজেপিতে যোগ দিচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায়কে কুকথা বলার জন্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শাস্তি দিলো নির্বাচন কমিশন। ছবি: Satyajit Shaw

নির্বাচন কমিশন জানিয়েছে, ''নিচু পর্যায়ের ব্যক্তিগত আক্রমণ করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি আদর্শ আচরণবিধি ভেঙেছেন। তাই তিনি মঙ্গলবার বিকাল পাঁচটা পর্যন্ত প্রচার করতে পারবেন না।''

কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে অকাল অবসর নিয়ে রাজনীতির ময়দানে নামেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিজেপি-তে যোগ দেন। দল তাকে তমলুকে প্রার্থী করেছে।

গত ১৬ মে তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানায়।  ১৫ মে অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় হলদিয়ার এক জনসভায় বলেছিলেন, ''মমতা ব্যানার্জি তুমি কত টাকায় বিক্রি হও? তোমার রেট ১০ লাখ টাকা কেন? তুমি কেয়া শেঠকে দিয়ে মুখে মেক আপ করাও বলে? মমতা ব্যানার্জি মহিলা তো? আমার মনে প্রশ্ন জাগে মাঝেমধ্যে।''

নির্বাচন কমিশন তার নির্দেশে বলেছে, তারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ওই আচরণের নিন্দা করছে, তিনি ২১ মে বিকেল পাঁচটা থেকে ২২ মে বিকেল পর্যন্ত প্রচার করতে পারবেন না।  কমিশন তাকে কড়াভাবে জানাচ্ছে, তিনি যেন ভবিষ্যতে সতর্ক থাকেন এবং আদর্শ আচরণবিধি মেনে চলেন।

গত ১৭ মে নির্বাচন কমিশন সাবেক বিচারপতিকে শো কজ করে। তিনি সোমবার তার শোকজের জবাব দেন।

কমিশন জানিয়েছে, ''সাবেক বিচারপতি ও বিজেপি প্রার্থী যা বলেছেন, তা মেয়েদের প্রতি মর্যাদা হানিকর। কোনো মেয়েকেই এই ধরনের কথা বলা যায় না। আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওই কথাগুলো বলেছেন এক প্রবীণ রাজনৈতিক নেত্রী ও সাংবিধানিক পদে থাকা এক নারীর বিরুদ্ধে। তার শিক্ষা ও কাজের পটভূমি দেখার পর তাকে বেনিফিট অফ ডাউট দেয়া যায় না।''

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য বলেছেন, ''সাবেক বিচারপতি বিজেপির ভদ্রলোক-মুখ হতে গেছিলেন। কিন্তু প্রথম নির্বাচনেই তাকে নিন্দার মুখে পড়তে হলো। এটাই বিজেপি-র ভবিতব্য। বিজেপির প্রত্যেকেই একজন শুভেন্দু অধিকারী, মুখ খুললেই শুধু আবর্জনা বের হয়। কারো আগে, কারো পরে।''

জিএইচ/কেএম(পিটিআই, দ্য টেলিগ্রাফ)