1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মনমোহন, মেসির ঢাকা সফর: নিরাপত্তা নিয়ে আলোচনা

৪ সেপ্টেম্বর ২০১১

আর একদিন পর ৬ই সেপ্টেম্বর বাংলাদেশে দুই দিনের সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন৷ আর ঐদিনই ঢাকার মাঠে খেলবে আর্জেন্টিনা এবং নাইজেরিয়ার ফুটবল টিম৷

https://p.dw.com/p/12Sqw
ছবি: DPA

ফলে বাংলাদেশের আইন শৃংখলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে৷ স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন নিরাপত্তা ব্যবস্থায় কোনো ফাঁক নেই৷

আজ রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মনমোহন সিং-এর বাংলাদেশ সফরের সময় নেয়া নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করা হয়৷ বৈঠকে পুলিশ এবং গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷ পর্যালোচনা বৈঠকে উঠে আসে ঢাকায় আর্জেন্টিনা এবং নাইজেরিয়ার ফুটবল ম্যাচের নিরাপত্তার বিষয়টিও৷

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন জানান, সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে৷ সারাদেশে আইন-শৃংখলা বাহিনীকে রাখা হয়েছে সতর্ক অবস্থায়৷

আর পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার জানিয়েছেন, পুলিশ এবং গোয়েন্দা সংস্থার সদস্যদের সমন্বয়ে নিরাপত্তা জাল তৈরি করা হয়েছে৷ তারা সুনির্দিষ্ট নিরাপত্তা কর্মসূচি অনুসরণ করে কাজ করছেন৷

এদিকে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর নিরাপত্তার দায়িত্বে রয়েছে স্পেশাল সিকিউরিটি ফোর্স৷ তাদের চাহিদা অনুযায়ী মহানগর পুলিশ রাজধানীর নিরাপত্তা পরিকল্পনা তৈরি করেছে৷

মনমোহন সিং-এর ঢাকা সফরের আগে তাঁর নিরাপত্তা উপদেষ্টা শিব শংকর মেনন দু'বার ঢাকা সফর করেছেন৷ সর্বশেষ শনিবার তিনি ঢাকা সফর করেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: জাহিদুল হক

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য