1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিইসরায়েল

মধ্য গাজায় শরণার্থী শিবিরে হামলা ইসরায়েলের

২৫ ডিসেম্বর ২০২৩

ঘটনায় অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি। দক্ষিণ গাজায় ইসরায়েলের অভিযান শুরু।

https://p.dw.com/p/4aY9n
গাজায় ইসরায়েলের সেনার অভিযান
গাজায় অভিযান চালাচ্ছে ইসরায়েলের সেনাছবি: IDF/Handout/REUTERS

মধ্য গাজার মাঘাজি শরণার্থী শিবিরে হামলার অভিযোগ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, ইসরায়েলের বোমারু বিমান ওই এলাকায় বোমাবর্ষণ করেছে। তাতেই কার্যত ধুলোয় মিশে গেছে মাঘাজি শরণার্থীশিবির। ঘটনায় শিশু ও নারী-সহ অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে বলে তারা দাবি করেছে। যদিও তাদের অভিযোগ খতিয়ে দেখা সম্ভব হয়নি।

ইসরায়েলের সেনার মুখপাত্র জানিয়েছেন, তারা সমস্ত রিপোর্ট খতিয়ে দেখছেন। এখনো পর্যন্ত ইসরায়েলের তরফে এবিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি। তবে বিমান থেকে বোমাবর্ষণের তথ্য ঠিক বলেই জানা গেছে।

হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফে আরো বলা হয়েছে যে, এখনো পর্যন্ত নিহতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেছে। বস্তুত, গত ৭ অক্টোবর ইসরায়েলে ভয়াবহ আক্রমণ চালিয়েছিল হামাস। সেখানে এক হাজার ২০০ মানুষের মৃত্যু হয়েছিল। ২৪০ জনকে পণবন্দি করেছিল হামাস। তারপরই গাজায় হামাসের বিরুদ্ধে অভিযান শুরু করে ইসরায়েল।

গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত

ইসরায়েলের সেনার মৃত্যু

সংবাদসংস্থা এপি জানিয়েছে, গত সপ্তাহান্তে গাজায় অভিযানের সময় অন্তত ১৫ জন ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে। ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু জানিয়েছেন, ওই সেনার মৃত্যুর দাম দিতে হবে হামাসকে। এখনই এই লড়াই থামবে না। পাশাপাশি ইসরায়েলের সেনার তরফে জানানো হয়েছে, উত্তর গাজার সুড়ঙ্গে হামাসের সদর দপ্তর ধ্বংস করা হয়েছে। নেতানিয়াহু জানিয়েছেন, এখনো পর্যন্ত এই লড়াইয়ে সেনাকে রক্তের দাম দিতে হচ্ছে। সব মিলিয়ে ১৫৩ জন ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে।

দক্ষিণ গাজায় অভিযান

ইসরায়েলের সেনা মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানিয়েছেন, উত্তর গাজা থেকে এবার দক্ষিণ গাজার অভিমুখে অভিযান শুরু করেছে ইসরায়েলের স্থলসেনা। তাদের অভিযান খুব সহজ নয়। ঘনজনবসতিপূর্ণ অঞ্চলের ভিতরে গিয়ে তাদের লড়াই করতে হচ্ছে। হামাসকে খুঁজে খুঁজে মারতে হচ্ছে। এই লড়াই আরো বেশ কিছুদিন চলবে বলে জানিয়েছেন তিনি।

হাগারি জানিয়েছেন, হামাসের ৩০ হাজার অস্ত্র এবং বিস্ফোরক ধ্বংস করা হয়েছে। তার মধ্যে ট্যাঙ্ক ধ্বংসকারী মিসাইলও আছে। তিনি জানিয়েছেন, দক্ষিণ গাজার খান ইউনিস শহরের দিকে আপাতত অভিযান চলছে। সেখানেও হামাসের সুড়ঙ্গ আছে বলে দাবি ইসরায়েলের।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)