1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভালো খেলেও হেরে গেল সেনেগাল

২১ নভেম্বর ২০২২

কাতার বিশ্বকাপে এ গ্রুপের দ্বিতীয় খেলায় আফ্রিকান চ্যাম্পিয়ন সেনেগালকে ২-০ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস৷ ৮৪ মিনিটে গাকপো ও অতিরিক্ত সময়ের ৯ মিনিটের সময় ক্লাসেন গোল দুটি করেন৷

https://p.dw.com/p/4Jq9c
গোল করার পর নেদারল্যান্ডসের গাকপো
গোল করার পর নেদারল্যান্ডসের গাকপোছবি: MANAN VATSYAYANA/AFP

তবে খেলায় বেশি গোলের সুযোগ তৈরি করেছিল সেনেগাল৷ তারকা ফুটবলার সাদিও মানের অভাব বোধ করেছে তারা৷ এ মাসের শুরুতে বায়ার্ন মিউনিখের হয়ে খেলতে গিয়ে পায়ে ব্যথা পান মানে৷

সেনেগালের সবচেয়ে ভালো সুযোগটি এসেছিল ৭৩ মিনিটের মাথায়৷ এভারটনের মিডফিল্ডার ইদ্রিসা গেই-এর শটটি ঠেকিয়ে দেন নেদারল্যান্ডসের গোলরক্ষক আন্দ্রিস নপাট৷ এটিই ছিল নপাটের প্রথম আন্তর্জাতিক ম্যাচ৷ এছাড়াও দ্বিতীয়ার্ধে বুলাই জা ও পাপ গেই-এর আরও দুটি সুযোগ নস্যাৎ করে দিয়েছেন নপাট৷

সেনেগালের একটি আক্রমণ ঠেকিয়ে দিচ্ছেন নেদারল্যান্ডস গোলরক্ষক নপাট
সেনেগালের একটি আক্রমণ ঠেকিয়ে দিচ্ছেন নেদারল্যান্ডস গোলরক্ষক নপাটছবি: MATTHEW CHILDS/REUTERS

লুই ফান খালের অধীনে সবশেষ ১৫ ম্যাচে অপরাজিত আছে নেদারল্যান্ডস৷ বিশ্বকাপের প্রথম ম্যাচেও সেই ধারা বজায় রাখলো ‘কমলারা’৷

১৯৭৪, ১৯৭৮ ও ২০১০ সালে তিনবার রানার্স আপ হয়েছিল নেদারল্যান্ডস৷ অবশ্য ২০১৮ সালের বিশ্বকাপ ও ২০১৬ সালের ইউরো খেলতে পারেনি তারা৷ ২০১৪ সালে ফান খালের অধীনেই ব্রাজিল বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ভার্জিল ফান ডাইকরা৷

এ বছরের শুরুতে প্রথমবারের মতো আফ্রিকার সেরা হওয়া সেনেগাল ২০১৮ বিশ্বকাপে খারাপ ফেয়ার-প্লে রেকর্ডের কারণে শেষ ষোলোতে যেতে পারেনি৷

এ গ্রুপের পরের দুই খেলায় শুক্রবার ইকুয়েডরের মুখোমুখি হবে নেদারল্যান্ডস৷ আর সেনেগাল খেলবে কাতারের সঙ্গে৷

শক্তিমত্তা দেখালো ইংল্যান্ড

১৯৬৬ সালে একমাত্র বিশ্বকাপটি জিতেছিল ইংল্যান্ড৷ সেই থেকে ফুটবলের বড় কিছু জেতা হয়নি থ্রি লায়ন্সদের৷ এবার সবশেষ ছয় ম্যাচে জয় না পেলেও তাদের ফেবারিট হিসেবে ধরছেন অনেকে৷

কী কারণে তারা ফেবারিট, তা বি গ্রুপের প্রথম ম্যাচে ইরানকে ৬-২ গোলে হারিয়ে দেখিয়ে দিলো কোচ সাউথগেটের ইংল্যান্ড৷

২১ বছর বয়সি বুকাইয়ো সাকা দুটি গোল করেছেন৷ ৩৫ মিনিটে প্রথম গোলটি করেন ১৯ বছরের জুড বেলিংহ্যাম৷ প্রথমার্ধের বাকি দুটি গোল করেন সাকা (৪৩) ও রহিম স্টারলিং৷

দ্বিতীয়ার্ধে আরো তিন গোল দেন ইংলিশরা- সাকা (৬২), রাশফোর্ড (৭১) ও গ্রিলিশ (৮৯)৷

ইরানের দুটি গোলই করেন তারেমি৷ প্রথমটি ৬৫ মিনিটে৷ এরপর একেবারে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করেন তিনি৷

ইংল্যান্ডের পরের দুই খেলা যুক্তরাষ্ট্র (শুক্রবার) ও ওয়েলসের (মঙ্গললার) বিরুদ্ধে৷

‘ওয়ান লাভ’ ব্যান্ড পরেননি কেইন

খেলা শুরুর কয়েক ঘণ্টা আগে ইংল্যান্ড জানায় যে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী দলের অধিনায়ক হ্যারি কেইন হাতে ‘ওয়ান লাভ' ব্যান্ড পরবেন না৷ সমকামীদের প্রতি সমর্থন দেখাতে কয়েকটি ইউরোপীয় দল এই ব্যান্ড পরবে বলে ঘোষণা দিয়েছিল৷

ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন হাতে ‘ওয়ান লাভ’ ব্যান্ড পরেননি
ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন হাতে ‘ওয়ান লাভ’ ব্যান্ড পরেননিছবি: Javier Garcia/Shutterstock/IMAGO

কিন্তু ফিফা জানিয়েছে, এই ব্যান্ড যেহেতু অফিসিয়াল পোশাকের অংশ নয় তাই কেউ এটি পরে নামলে তাদের হলুদ কার্ড দেখানো হতে পারে৷

জাতীয় সংগীত গায়নি ইরানিরা

ইরানে চলমান বিক্ষোভের প্রতি সমর্থন জানাতে দেশটির ফুটবলাররা খেলা শুরুর আগে জাতীয় সংগীত গাননি৷

জাতীয় সংগীতের সময় চুপ করে আছেন ইরানের ফুটবলাররা
জাতীয় সংগীতের সময় চুপ করে আছেন ইরানের ফুটবলাররাছবি: MARKO DJURICA/REUTERS

জেডএইচ/এসিবি (এএফপি)