1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতীয় রেসলিং ফেডারেশনকে কড়া বার্তা

৩১ মে ২০২৩

৪৫ দিনের মধ্যে ভারতীয় রেসলিং ফেডারেশনকে নির্বাচন করতে হবে, জানিয়ে দিল ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং।

https://p.dw.com/p/4RzXq
কুস্তিগিরদের আন্দোলন
ছবি: MONEY SHARMA/AFP

যেভাবে কুস্তিগিরদের আটক করা হয়েছিল, তা অন্যায়। তাদের দাবি নিয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। কুস্তিগিরদের তাদের প্রাপ্য সম্মান দেওয়া হয়নি। বিবৃতি দিয়ে জানিয়েছে ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং (ইউডাব্লিউডাব্লিউ)। একই সঙ্গে তারা জানিয়েছে, ৪৫ দিনের মধ্যে রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া (ডাব্লিউএফআই) নির্বাচনের ব্যবস্থা না করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জারি হতে পারেনিষেধাজ্ঞাও। সেক্ষেত্রে এরপর ভারতীয় কুস্তিগিররা কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় যোগ দিলে তাদের নিরপেক্ষ পতাকা নিয়ে যেতে হবে। ভারতীয় পতাকা তারা ব্যবহার করতে পারবে না।

বিবৃতিতে ইউডাব্লিউডাব্লিউ জানিয়েছে, যেভাবে কুস্তিগিরদের আনা অভিযোগের তদন্ত হচ্ছে, তা নিয়ে তারা সন্তুষ্ট নয়। দ্রুত এবিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত। যেভাবে কুস্তিগিরদের আটক করা হয়েছিল এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে তার প্রতিবাদ জানিয়েছে তারা। ইডাব্লিউডাব্লিউ-র বিবৃতিতে বলা হয়েছে, দীর্ঘ কয়েকমাস ধরে ভারতীয় কুস্তিগিরদের অভিযোগ এবং তাদের বিক্ষোভের দিকে নজর রেখেছে তারা। নজর রাখা হয়েছে, প্রশাসন এ নিয়ে কী কী ব্যবস্থা নিয়েছে, সে দিকেও।

এদিকে দিল্লিতে আটক হওয়ার পর আন্দোলনরত কুস্তিগিরেরা হরিদ্বারে পৌঁছেছেন। বুধবার তারা ঠিক করেছিল, গঙ্গায় সমস্ত পদক ভাসিয়ে দিয়ে প্রতিবাদ জানাবেন। কিন্তু কুস্তিগিরদের কাছে পাঁচদিন সময় চেয়েছে কৃষক আন্দোলনের নেতারা। কুস্তিগিরদের আন্দোলনে তারাও যোগ দিয়েছেন। তারা জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যে আন্দোলনের পরবর্তী লক্ষ্য স্থির করা হবে। তার আগে যেন কুস্তিগিরেরা তাদের পদক ভাসিয়ে না দেন। এবিষয়ে একটি পঞ্চায়েতও আহ্বান করা হয়েছে। হরিদ্বারেই সেই পঞ্চায়েত হওয়ার কথা।

কুস্তিগিরদের অভিযোগ, রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রধান ব্রিজভূষণসিং-কে অবিলম্বে পদত্যাগ করতে হবে। তার বিরুদ্ধে নাবালিকার উপর শারীরিক অত্যাচারের অভিযোগ দায়ের করা হয়েছে। ব্রিজভূষণ অবশ্য সেই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি ভারতীয় সংসদেরও সদস্য। বিজেপির নেতা। বস্তুত, রোববার কুস্তিগিরদের দাবি ছিল, নতুন পার্লামেন্টের উদ্বোধনে ব্রিজভূষণকে থাকতে দেওয়া যাবে না। কিন্তু ওই অনুষ্ঠানে তিনি ছিলেন। সে কারণেই তারা পার্লামেন্ট অভিযানের সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানিয়েছেন কুস্তিগিরেরা। কুস্তিগিরদের পাশে দাঁড়িয়েছেন একাধিক সাবেক ক্রিকেটার এবং বর্তমান খেলোয়াড়রা। ভারতের বর্তমান জাতীয় ফুটবল অধিনায়কও কুস্তিগিরদের সমর্থনে টুইট করেছেন।

আন্দোলনরত কুস্তিগিরদের মধ্যে অলিম্পিকে পদকজয়ী খেলোয়াড়রা আছেন। সাক্ষী মালিক, বিনেশ ফোগট, বজরং পুনিয়ার মতো বিশ্বখ্যাত কুস্তিগিরেরা আছেন। রোববার দিল্লি পুলিশ যাদের কার্যত রাস্তায় ফেলে মারধর করে বলে অভিযোগ।

এসজি/জিএইচ (পিটিআই, এএনআই)