1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বয়স্কতম মার্কিন ভোটার সিসিলিয়া

হাফসা হোসাইন১৪ অক্টোবর ২০০৮

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে বরাবরই তোলপাড় চলে গোটা বিশ্বে৷ চায়ের কাপে উঠে ঝড়৷ তবে এবার বারাক ওবামার কল্যাণে হোক কিংবা প্রার্থিতার লড়াই নিয়ে নজিরবিহীন যুদ্ধের কারণেই হোক উত্তেজনাটা একটু যেন বেশিই৷

https://p.dw.com/p/FYpe
সিসিলিয়া ভোট দেবেন বারাক ওবামাকেছবি: AP

আর সেজন্যই হয়তো দীর্ঘ ৫৬ বছর পর নির্বাচনে ভোট দিতে আগ্রহী হলেন এক মার্কিন নান৷ রোমে বসবাসরত সিস্টার সিসিলিয়া গোডেটের বয়স ১০৬ বছর৷ ধারণা করা হচ্ছে তিনিই এবারের নির্বাচনে সবচেয়ে বয়স্ক ভোটার৷

সম্প্রতি ভোটার তালিকায় নাম উঠিয়েছেন তিনি৷ জানিয়েছেন, ভোট দেবেন বারাক ওবামাকে৷ তাঁর সঙ্গে সরাসরি কখনো কথা বলেননি কিংবা দেখাও হয়নি সিসিলিয়ার৷ তারপরও অশীতিপর এই বৃদ্ধার ধারণা, ওবামা খুব ভালো মানুষ৷ প্রথমত, বেশ পরিচ্ছন্ন তাঁর ব্যক্তিগত জীবন৷ দ্বিতীয়ত, ওবামা সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারবেন বলেও মনে করেন সিসিলিয়া৷ তাঁর বিশ্বাস, ওবামা প্রেসিডেন্ট হলে বিশ্ব আরো শান্তিপূর্ণ হবে৷ ইরাক যুদ্ধের অবসান চান সিসিলিয়া৷

১৯০২ সালে নিউ হ্যাম্পশায়ারের ম্যানচেস্টারে জন্ম সিসিলিয়ার৷ যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সে সঙ্গীত ও শিল্পকলায় শিক্ষকতা করেছেন দীর্ঘ দিন৷ এরপর পাড়ি জমান ইতালির রোমে৷ সেখানেই নানের জীবন বেছে নিয়েছেন তিনি৷ ৫০ বছর ধরে রোমের মনাস্টেরিতেই কাটাচ্ছেন তিনি৷

বয়সের ভারে নুয়ে পড়েছেন সিসিলিয়া৷ চোখে মোটা কাঁচের চশমা৷ কানেও শোনেন কম৷ তাতে কি! এখনও আত্মবিশ্বাস প্রচন্ড, বেশ হাসি খুশিও৷ নিয়মিত টিভি দেখেন৷ খোঁজ খবর রাখেন প্রেসিডেন্ট নির্বাচনের৷ তাঁর মতে, সিনেটর ওবামাই তাঁকে নির্বাচনে ভোট দিতে উত্‌সাহিত করেছেন৷

৪ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে অ্যাবসেন্টি ব্যালটে ইন্টারনেটে ভোট দেবেন সিসিলিয়া৷ যদিও মার্কিনী হওয়ায় গর্বিত , তবুও এই বয়সে আর নিজ দেশে ফিরতে চান না তিনি৷ তবে সব সময়ই যুক্তরাষ্ট্রের কল্যাণ চান এই বৃদ্ধা৷ সেইসঙ্গে চান বিশ্ব শান্তি৷