ব্রেক ছাড়া সাইকেল চালিয়ে দুর্ঘটনা
৫ মে ২০১৭বলছি ব্রুকলিনের সাইকেল প্রতিযোগিতার কথা৷ প্রতিবছর শ’খানেক নারী-পুরুষ এই রেসে অংশ নেন৷ শনিবার সেই রেসও চলছিল মসৃণভাবে৷
কিন্তু হঠাৎই দুর্ঘটনায় পড়েন এক সাইকেল চালক৷ কোনো কারণে সাইকেল থেকে পড়ে যান তিনি৷ ওমা, এরপর তার পেছনে থাকা বেশ কয়েকজন সাইকেল আরোহী একের পর এক ধাক্কা খেতে খেতে পড়ে যান৷ অবস্থা এমন যে, রেসিং ট্র্যাকের একপাশে থাকা বেড়াও কিছুটা ভেতরে চলে যায় একজন প্রচণ্ড জোরে তাতে ধাক্কা খাওয়ায়৷
আসলে এই প্রতিযোগিতায় ব্যবহার করা হয় ফিক্সড গিয়ার সাইকেল, যেগুলোতে কোনো ব্রেক নেই৷ এমন সাইকেলের প্রতিযোগিতায় তাই একটু অসতর্ক হলে দুর্ঘটনা নিশ্চিত৷ যদিও আয়োজকরা জানিয়েছেন, প্রতিযোগিতার সাইকেলগুলো যাতে স্লিপ না করে সেজন্য বিশেষ উদ্যোগ নিয়েছিলেন তারা৷ ট্র্যাকে যোগ করা হয়েছিল পিচ্ছিলতা প্রতিরোধক ব্যবস্থা৷
কিন্তু তাতে কি আর শেষ রক্ষা হলো! দুর্ঘটনা ঘটেছেই৷ তবে ঠিক কতজন, কতটা আহত হয়েছেন তা এখনো পুরোপুরি জানা যায়নি৷ আর সেই রাতের রেস দুর্ঘটনায় কিছুটা থমকে গেলেও পরবর্তীতে শেষ করা হয়েছিল৷
এআই/এসিবি