1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রেক্সিট চুক্তিতে কোনো পরিবর্তন নয়

১৪ ডিসেম্বর ২০১৮

ব্রেক্সিট চুক্তিতে আর কোনো পরিবর্তন হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা৷ তবে ব্রেক্সিটের পর যুক্তরাজ্যের সঙ্গে খুব শিগগিরই মুক্ত বাণিজ্য চুক্তি করা হবে বলে আশ্বাস দিয়েছেন তাঁরা৷

https://p.dw.com/p/3A6xV
Brüssel EU-Gipfel zu Brexit | Angela Merkel & Theresa May
ছবি: Reuters/Y. Herman

শুক্রবার আবারো ইউরোপীয় ইউনিয়ন জানিয়ে দিয়েছে যে, ব্রেক্সিট চুক্তিতে কোনো পরিবর্তন আনা হবে না৷ তবে ইইউ নেতারা ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে-কে আশ্বস্ত করেছেন, ২০২১ সালের আগেই একটি নতুন যুক্তরাজ্য-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার চেষ্টা করবেন৷

যৌথ বিবৃতিতে ইইউ'র ২৭ সদস্য রাষ্ট্রের নেতারা জানান, তাঁরা যুক্তরাজ্যের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি যত দ্রুত সম্ভব করে ফেলতে চাইছেন৷ কারণ, ব্রেক্সিটের পরও পেছনের দরজা খোলা রাখার যে ‘ব্যাকস্টপ' পরিকল্পনা নিয়ে এত সমালোচনা, তার ইতি টানা জরুরি৷

ব্যাকস্টপ পরিকল্পনাটি হলো, ব্রিটেন বেরিয়ে গেলেও যদি ২০২০ সালের ডিসেম্বরের মধ্যে ব্রিটেন-ইইউ বাণিজ্য চুক্তি না হয়, তাহলে ব্রিটেন নিয়ন্ত্রিত নর্দার্ন আয়ারল্যান্ড ও ইইউ'র সদস্য আয়ারল্যান্ডের বাণিজ্য সীমানা খোলা রাখা হবে৷

এই চুক্তির ব্যাপারে যুক্তরাজ্যের সংসদের কট্টর রক্ষণশীলদের পক্ষে আনতে রীতিমতো ঘেমে-নেয়ে একাকার হয়ে গেছেন টেরেসা মে৷ বিশেষ করে ব্যাকস্টপ পরিকল্পনার সুযোগে যুক্তরাজ্যের ওপর ইইউ নানান নীতি-সিদ্ধান্ত অনির্দিষ্টকালের জন্য চাপিয়ে দিতে পারে বলে আশঙ্কা করছেন কনজারভেটিভ পার্টির এই সংসদ সদস্যরা৷

মে ব্রাসেলসে ইইউ নেতাদের কাছে ‘আইনি ও রাজনৈতিক আশ্বাস' চেয়েছেন যেন ব্যাকস্টপ পরিকল্পনাটি স্বল্পস্থায়ী হয়৷ কিন্তু সম্মেলনে ইইউ নেতারা বলেন, ঠিক কী ধরনের আশ্বাস ব্রিটিশ প্রধানমন্ত্রী চাইছেন তা তাঁদের কাছে পরিষ্কার নয়৷

এদিকে, ব্রেক্সিট চুক্তি আদৌ ব্রিটিশ সংসদে পাশ হবে  কিনা তা নিয়ে শঙ্কা কাটছে না৷ এরই মধ্যে চুক্তি বিষয়ে ভোট হবার কথা ছিল৷ কিন্তু নিশ্চিত বাতিল হবে এমন শঙ্কায় মে ভোট বাতিল করেন৷ এরপরই তাঁর দলের সংসদ সদস্যদের একটি অংশ তাঁর প্রধানমন্ত্রিত্বের ওপর অনাস্থা আনেন৷ সেই অনাস্থার ওপর ভোট হয়৷ সেখানে প্রায় দুই তৃতীয়াংশ ভোট পেয়ে বেঁচে যান মে

জেডএ/এসিবি (এএফপি, ডিপিএ, রয়টার্স, এপি)