1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বৈরুতে ইসরায়েলের হামলা, নিহত শতাধিক

৩০ সেপ্টেম্বর ২০২৪

হিজবুল্লার বিরুদ্ধে লড়াইয়ে এবার বৈরুতের একটি ভবনে আক্রমণ চালালো ইসরায়েল। বহু মানুষের মৃত্যু।

https://p.dw.com/p/4lDWa
বৈরুতে ইসরায়েলের হামলা
এই বাড়িটিতেই হামলা চালিয়েছে ইসরায়েলছবি: FADEL ITANI/AFP

গত কয়েকদিন ধরে লাগাতার হিজবুল্লার বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তবে তারা মূলত লেবানন সীমান্ত অঞ্চলে হিজবুল্লার পরিকাঠামোগুলি লক্ষ্য করে মিসাইল ছুঁড়ছিল। এই প্রথম তারা রাজধানী বৈরুতে আক্রমণ চালালো। তবে ইসরায়েলের তরফে এখনো এই হামলা নিয়ে মন্তব্য করা হয়নি।

লেবাননের প্রশাসন জানিয়েছে, বৈরুতে একটি অ্যাপার্টমেন্টের উপরের তলায় মিসাইল এসে লাগে। বাড়িটি অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু মানুষের মৃত্যু হয়েছে। বস্তুত, লেবানন জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সব মিলিয়ে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।

পিএফএলপি-র দাবি

পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইন (পিএফএলপি) জানিয়েছে, বৈরুতের ওই আক্রমণে তাদের তাদের তিন নেতা নিহত হয়েছে। পিএফএলপি একটি বামপন্থি সংগঠন। তবে ফিলিস্তিন প্রশ্নে তার হিজবুল্লার সমর্থক। হামাসের বিরুদ্ধে ইসরায়েলের লড়াইয়ের বিরুদ্ধে সরব এই সংগঠন।

বস্তুত, আরো অনেক সংগঠনের মতো এই গোষ্ঠীটিকেও বিশ্বের বিভিন্ন দেশ জঙ্গি সংগঠন হিসেবে গণ্য করে। সোমবার পিএলএফপি জানিয়েছে, তাদের মিলিটারি নিরাপত্তার প্রধান মোহাম্মাদ আবদেল-আল, কম্যান্ডার ইমাদ ওদে এবং তাদের আরেক সতীর্থ আবদেলরহমান আবদেল-আল নিহত হয়েছেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বৈরুতে যে অ্যাপার্টমেন্টে ইসরায়েল আক্রমণ চালিয়েছে, তারা ওই ভবনেই ছিলেন।

হিজবুল্লা যথেষ্ট মজবুত নয়

বিশেষজ্ঞদের বক্তব্য, হিজবুল্লাকে ইসরায়েল যতটা সংগঠিত এবং মজবুত বলে মনে করেছিল, বাস্তবে তাদের তেমনটা মনে হচ্ছে না। বরং যথেষ্ট ছন্নছাড়া বলেই মনে হচ্ছে। ওয়াশিংটন ইনস্টিটিউটের আরব স্টাডির অন্যতম বিশেষজ্ঞ হানিন গদ্দার মনে করেন, ইরানও হিজবুল্লাকে যথেষ্ট সাহায্য করছে না।

গদ্দারের বক্তব্য, ''গাজায় ইসরায়েলের সেনার আর খুব বেশি প্রয়োজন নেই। সেখানে অভিযান তারা প্রায় গুটিয়ে এনেছে। ফলে ইসরায়েল গাজা থেকে সেনা সরিয়ে লেবাননের দিকে নিয়ে যাচ্ছে।'' বিশেষজ্ঞের মতে, অনেকেই মনে করছেন, ইসরায়েল হিজবুল্লা প্রধান হাসান নাসারাল্লাহকে মারার জন্য একের পর এক আক্রমণ চালিয়েছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, ইসরায়েলের অভিযান সার্বিকভাবে হিজবুল্লার বিরুদ্ধে। উল্লেখ্য, ইসরায়েলের আক্রমণে ইতিমধ্যেই নাসারাল্লাহের মৃত্যু হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববারের আক্রমণে সব মিলিয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছে। ৩৫৯ জন আহত হয়েছেন। ইসরায়েল জানিয়েছে, রোববার গোটা লেবাননের ১২০টি হিজবুল্লা পরিকাঠামো লক্ষ্য করে আক্রমণ চালানো হয়েছে। যার অধিকাংশই দক্ষিণ লেবাননে। তবে বৈরুতের আক্রমণ নিয়ে তারা এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)