চলে গেলেন বেলাল মোহাম্মদ
৩০ জুলাই ২০১৩জন্ম ১৯৩৬ সালের ২০ ফেব্রুয়ারি, চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর গ্রামে৷ ৭৭ বছর বয়সে মারা যাওয়া বেলাল মোহাম্মদ ছাত্রজীবন থেকেই সক্রিয় ছিলেন রাজনীতিতে৷বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের দেয়া তথ্য অনুযায়ী, ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম কমিটির প্রথম সদস্য বেলাল মোহাম্মদ ১৯৬৪ সালে উপ-সম্পাদক হিসেবে যোগ দেন দৈনিক আজাদী পত্রিকায়৷ রেডিও পাকিস্তান চট্টগ্রাম কেন্দ্রে স্ক্রিপ্ট রাইটার হিসেবেও কাজ শুরু করেন সে বছর৷ সেই সুবাদেই বাংলাদেশের ইতিহাসে বেলাল মোহাম্মদের স্থায়ী আসন করে নেয়া৷
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যু্দ্ধের সময় চট্ট্রগ্রাম বেতার কেন্দ্রেই কাজ করছিলেন৷ ২৬শে মার্চ কয়েকজন সমমনা সহযোদ্ধাকে নিয়ে কালুর ঘাটে প্রতিষ্ঠা করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র৷ মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অবদানের কথা অজানা নেই কারো৷ সেই সময়ে বেলাল মোহাম্মদের সহযোদ্ধা, ডয়চে ভেলে বাংলা বিভাগের সাবেক প্রধান আব্দুল্লাহ আল ফারূক শোকে মূহ্যমান৷ ডয়চে ভেলেকে দেয়া একান্ত সাক্ষাৎকারে শোকাতুর হৃদয়েই শ্রদ্ধা জানালেন অগ্রজপ্রতিম বেলাল মোহাম্মদকে৷ ২০১০ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত বেলাল মোহাম্মদ সম্পর্কে অনেক কথাই উঠে এসেছে এ সাক্ষাৎকারে৷
সা্ক্ষাৎকার : আশীষ চক্রবর্ত্তী
সম্পাদনা : সঞ্জীব বর্মন