1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বেতারে উপস্থাপক কারাবন্দিরা

১৩ ফেব্রুয়ারি ২০২০

পশ্চিমবঙ্গে প্রথমবার জেলবন্দি আসামিদের জন্য চালু হল রেডিও স্টেশন৷ দমদম সংশোধনাগারে চালু হওয়া স্টেশনের উপস্থাপক এখানকার আবাসিকেরাই৷

https://p.dw.com/p/3Xk1q
Kalkutta  West Bengal  Gefängnis
ছবি: DW/P.Samanta

জেলকে এখন বলা হয় সংশোধনাগার৷ অর্থাৎ, সাজাপ্রাপ্ত বন্দি যাতে জেলে বাস করে নিজেদের চরিত্র সংশোধন করতে পারে, সেই লক্ষ্যে নানা পদক্ষেপ নেয়া হয়৷ এবার সংশোধনাগারে বন্দি মানুষদের জন্য চালু হল রেডিও স্টেশন৷ এর নাম দেয়া হয়েছে রেডিও দমদম৷ এই রেডিও সম্প্রচার সীমাবদ্ধ থাকবে শুধু দমদম জেলের মধ্যে৷ এই সংশোধনাগারের প্রায় চার হাজার বন্দির ঘুম ভাঙবে গানের সুরে৷ রোজ ১০ ঘণ্টার অনুষ্ঠান হবে৷ সকাল সাতটা থেকে শুরু হবে অনুষ্ঠান৷ চলবে বিকেল পাঁচটা পর্যন্ত৷  উপস্থাপক বা রেডিও জকি বাইরে থেকে আনা হচ্ছে না৷ এই দায়িত্ব দেওয়া হয়েছে দমদম জেলের পাঁচ জন বন্দিকেই৷ নানা মামলার আসামি মনুয়া মজুমদার, জয়ন্ত সিংহ, তুহিন রায়, জিনিয়া নন্দী ও পীযূষ ঘোষ এই দায়িত্ব পালন করবে৷ তারাই নানা বিষয়ে কথা বলবে৷ রেডিও অনুষ্ঠানে সহ-আবাসিকদের গান শোনাবে৷ বিভিন্ন পর্বে আলাদা আলাদা অনুষ্ঠান উপস্থাপন করবে তারা৷ এজন্য এই পাঁচ বন্দিকে ইতিমধ্যে প্রশিক্ষণ দেয়া হয়েছে৷

প্রথমে সংশোধনাগারের আবাসিকদের মধ্যে থেকে এমন দশজনকে বেছে নেওয়া হয় যারা অতীতে সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত ছিল৷ প্রশিক্ষণের পর চূড়ান্ত পাঁচজনকে বেছে নেওয়া হয়৷ তাদের শেখানো হয়েছে, কীভাবে কথা বলতে হবে, গান বাজাতে হবে৷ কোথা থেকে গান বাজবে? তার জন্য হাজার হাজার গানের ভাণ্ডার গড়ে তোলা হয়েছে৷ একটি সুইচ টিপলে গানের সুরে ভেসে যাবে কারাগার৷ সিনেমার গান যেমন বাজবে, তেমনই থাকবে ভক্তিমূলক সঙ্গীত৷ ভবিষ্যতে অনুরোধ গান শোনানো হবে৷ জোর দেওয়া হবে স্বাস্থ্য সচেতনতামূলক অনুষ্ঠানে৷

কারাগারের বন্দিদের কাছে বেতার যন্ত্র থাকার কথা নয়৷ মোবাইলে এফএম শোনার সুযোগও নেই৷ তাহলে কীভাবে তারা অনুষ্ঠান শুনবে? বিষয়টি খোলসা করেছেন কারামন্ত্রী৷ রেডিও দমদমের সূচনায় কারাগারে উপস্থিত ছিলেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস৷ তিনি জানিয়েছেন, এই সংশোধনাগারের বিভিন্ন স্থানে মোট ১০০টি স্পিকার বসানো হয়েছে৷ তার মাধ্যমে বন্দিরা অনুষ্ঠান শুনতে পাবে৷

বি ডি শর্মা

অর্থাৎ, রেডিও দমদম শোনার জন্য ট্রানজিস্টর দরকার হবে না৷ ওই স্পিকারের মাধ্যমে বন্দিরা নিজেদের সেলে বসে গান শুনতে পারবেন৷ রেডিও জকি যেহেতু বন্দিরাই, তাই সংশোধনাগারের একটি ঘরকে স্টুডিও হিসেবে গড়ে তোলা হয়েছে৷ সেখানে বসে অনুষ্ঠান উপস্থাপন করবে বন্দিরা৷ এই পুরো কাহিনীতে অন্য মাত্রা যুক্ত করেছে মনুয়া মজুমদার৷ খুনের ঘটনায় যাবজ্জীবন কারাবাসের সাজা ভোগ করছে সে৷ প্রেমিকের সঙ্গে মিলে স্বামী অনুপমকে খুন করেছিল মনুয়া৷ নতুন ভূমিকায় সে খুশি৷ তার বক্তব্য, ভালো লাগছে নতুন কাজ করতে পেরে৷ আমরা প্রশিক্ষণ নিয়েছি৷ আশা করি ঠিকভাবে অনুষ্ঠান উপস্থাপন করতে পারব৷

ভারতের অন্যান্য রাজ্যে আগেই এই ধরনের প্রয়াস নেওয়া হয়েছে৷ গত বছর আগ্রা, তামিলনাড়ু ও হায়দরাবাদের একাধিক কারাগারে অভ্যন্তরীণ রেডিও সম্প্রচার চালু হয়েছে৷ কারামন্ত্রী জানিয়েছেন, পশ্চিমবঙ্গের অন্যান্য কারাগারে ভবিষ্যতে নিজস্ব বেতার স্টেশন চালু করার ভাবনা রয়েছে৷ অভিনব এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন রাজ্যসরকারের কারাবিভাগের উপদেষ্টা বি ডি শর্মা৷ রেডিও দমদম-এর উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন তিনি৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, "জেলের আবহ সঙ্গীতময় হবে৷ কয়েদিদের জীবনে যে একঘেয়েমি থাকে, সেটা কমবে৷ তাদের ব্যক্তিত্বের প্রকাশ ও মানসিক উন্নতিতে সহায়ক হবে৷ এটা পরীক্ষামূলক সম্প্রচার৷ ইতিবাচক ফল মিললে অন্যান্য জেলেও আশা করি চালু হবে৷” তবে অনুষ্ঠানের সময়সীমা নিয়ে অন্য বক্তব্য রয়েছে প্রাক্তন এই কারাগার কর্তার৷ তাঁর মতে, "জেলের মধ্যে অন্য কর্মসূচিও থাকে৷ পড়াশোনা, খেলাধুলো, চাষবাস রয়েছে৷ এর জন্য সময় রাখতে হবে৷ তাই রেডিওর সম্প্রচার যদি অবসর সময়ে হয়, সেটাই ভালো৷ তাহলে অন্যান্য কর্মসূচিও থাকবে, গানও থাকবে৷”

ডয়চে ভেলের কলকাতা প্রতিনিধি পায়েল সামন্ত৷
পায়েল সামন্ত ডয়চে ভেলের কলকাতা প্রতিনিধি৷