1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুন্ডেসলিগা: হের্থা হোঁচট খেলো, বায়ার্ন এবং ভোলফসবুর্গের নাগালে এসে পড়ল

অরুণ শঙ্কর চৌধুরী২২ মার্চ ২০০৯

শনিবারের খেলার পর পয়েন্টের তালিকার শীর্ষে হের্থার লীড এখন মাত্র এক পয়েন্টের৷ ওদিকে বায়ার্ন এবং ভোলফসবুর্গ দু’দলই জিতলেও, হফেনহাইমকে কিন্তু একটা ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে৷

https://p.dw.com/p/HH1i
হফেনহাইমের নতুন স্টেডিয়ামছবি: AP

হের্থার চার পয়েন্টের লীড মার্চ মাসের বরফের মতোই পড়তে না পড়তেই আবার গলে গেল৷ স্টুটগার্টের কাছে ২-০ গোলে হারার পর হের্থা এখন বায়ার্ন এবং ভোলফসবুর্গের এক পয়েন্টের মধ্যে৷ অথচ হের্থা এর আগের তিনটে খেলায় নয় পয়েন্ট এনেছে, অর্থাৎ তিনবার জিতেছে৷ ওদিকে স্টুটগার্ট তাদের শেষ খেলায় ব্রেমেনের কাছে হেরেছিল চার গোলে৷ কিন্তু এবার স্টুটগার্ট বিরতির পরই পর পর দু’টি গোল করে অঙ্কটা সহজ করে দেয়: প্রথমে কীপার ইয়েন্স লেমানের একটি লম্বা ফ্রি-কিক এবং মারিও গোমেজের হেডিং৷ পাঁচ মিনিট পরে থমাস হিটসলস্পের্গারের ফ্রি-কিক এবং সামি খেদিরার হেডিং৷ এই জয়ের ফলে স্টুটগার্ট এখন তালিকায় ছ’নম্বর৷

পোল্ডি সম্বল

বায়ার্ন একেবারে তলার দিকের টীম কার্লসরুহে’কে হারিয়েছে ১-০৷ গোলটি করেন আর্জেন্টিনার হোসে এরনেস্টো সোজা, ফ্রাঙ্ক রিবেরির পাসে৷ তবুও বায়ার্নকে মাঠ ছাড়ার সময় ব্যাঙ্গোক্তি শুনতে হয়েছে৷ অবশ্য তারা শনিবার খেলেছে লুকাস পোডোলস্কিকে ফরোয়ার্ডে অস্ত্র করে, যেহেতু লুকা টোনি এবং মিরোস্লাভ ক্লোজে, দু’জনেই আহত৷

নেকড়ের দল

ভোলফসবুর্গের মানে হল নেকড়ের গড়৷ কোচ ফেলিক্স মাগাথের নেকড়েরা গতকাল আর্মিনিয়া বিলেফেল্ডকে হারায় ৩-০ গোলে৷ এটা ছিল নেকড়েদের একটানা সপ্তম জয়৷ সেই সঙ্গে আবার তাদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্রাফিতে’র ১৮ নম্বর গোল, বিগত ১৬টি খেলায়৷

ঢিমে তেতাল

মরশুমের প্রথমার্ধে ভেলকি দেখানোর পর হফেনহাইম চলছে এখন ঢিমে তেতালায়৷ বিগত সাতটি ম্যাচের একটিতেও তারা জিততে পারেনি৷ শনিবারও হ্যানোভার ৯৬ হফেনহাইমের নতুন স্টেডিয়ামে খেলতে এসে ২-২ ড্র করে একটি পয়েন্ট নিয়ে চলে গেল৷ পয়েন্টের তালিকায় পঞ্চম হফেনহাইমের বুন্ডেসলিগায় প্রথম আবির্ভাবেই খেতাব জেতার আশা ক্রমেই দূরীভূত হচ্ছে৷

বাকি ফলাফল

বায়ার লেভারকুজেন বনাম আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট ১-১, বোরুসিয়া ডর্টমুন্ড বনাম ভের্ডার ব্রেমেন ১-০ এবং এনার্গি কটবুস বনাম কোলোন ০-২৷ রবিবারের খেলা: শালকে বনাম হামবুর্গ৷