1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বীজ বপণে ড্রোন!

১৩ সেপ্টেম্বর ২০২২

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বব্যাপী কার্বন নিঃসরণ কমানো যেমন জরুরি, তেমনই জরুরি এরই মধ্যে বায়ুমণ্ডলে থাকা কার্বনের উপস্থিতি হ্রাস করা৷ আর সে কাজে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে গাছ৷ অথচ, বিশ্বের নানা স্থানেই বন উজাড় করে কৃষি জমি এবং নগরায়ন করা হচ্ছে৷ ভারতের সিডকপ্টার কোম্পানি বনায়নে নিয়ে এসেছে প্রযুক্তির ব্যবহার৷ ড্রোনের মাধ্যমে বীজ ছড়িয়ে বন সৃষ্টির চেষ্টা করছে তারা৷

https://p.dw.com/p/4GmCW